মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

প্রথম দিনেই তিন সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দিনেই তিন সেঞ্চুরি

এশিয়া কাপে জাতীয় দলের সঙ্গেই ছিলেন আরিফুল হক। বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিংও করেছেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে একাদশে জায়গা হয়নি রংপুরের এই তারকা ক্রিকেটারের। তবে এশিয়া কাপের ক্ষোভটা বোধহয় জাতীয় লিগে মাঠে নেমেই ঝারলেন আরিফুল। রংপুর বিভাগের হয়ে খেলতে নেমেই খেলেছেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। গতকাল জাতীয় লিগের প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন খুলনা বিভাগের তুষার ইমরান ও ঢাকা মেট্রোর সাদমান ইসলাম। তিন সেঞ্চুরির দিনে দাপট দেখিয়েছেন জাতীয় দলে খেলা দুই বোলার শফিউল ইসলাম ও জোবায়ের হোসেন লিখন। উভয়েই ৫টি করে উইকেট শিকার করেছেন। টায়ার-১ এর ম্যাচে বরিশাল বিভাগের বিরুদ্ধে প্রথম দিনে রংপুর বিভাগ করেছে ৫ উইকেটে ৩০০ রান। আরিফুলের সেঞ্চুরি ছাড়াও ৯২ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন নাঈম ইসলাম। ৬২ রান এসেছে জাহিদের ব্যাট থেকে। বরিশালের বোলার সোহাগ গাজী ৮৮ রানে নিয়েছেন ২ উইকেট। রাজশাহী বিভাগ তাদের ঘরের মাঠে কোণঠাসা করেছে খুলনা বিভাগকে। পেসার শফিউল ইসলাম ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম দিনই সেঞ্চুরি আদায় করে নিয়েছেন তুষার ইমরান। খেলেছেন ১০৪ রানের ইনিংস। কিন্তু তুষারের সেঞ্চুরির পরও কাল প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়েছে খুলনা। বোলারদের পর রাজশাহীর ব্যাটসম্যানরাও দেখিয়েছেন দুর্দান্ত দাপট। দিন শেষে এক উইকেট হারিয়ে ১১৭ রান করেছে তারা। ৭৪ রানে অপরাজিত রয়েছেন ওপেনার মিজানুর রহমান। ৪৬ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

টায়ার-২ এর ম্যাচে সিলেট বিভাগের বিরুদ্ধে প্রথম দিনেই রানের পাহাড় গড়ার পথে ঢাকা মেট্রো। ওপেনার সাদমানের ১৫৭ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ৩৩২ রান করেছে তারা। হাফ সেঞ্চুরি করেছেন মার্শাল আইয়ুব। টায়ার-২ এর আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লেগ স্পিনার জোবায়ের লিখনের ঘূর্ণিতে দিশেহারা হয়েছিল ঢাকা বিভাগ। মাত্র ২৩৮ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। সর্বোচ্চ ৬৩ রান এসেছে তাইবুরের ব্যাট থেকে। এছাড়া রনি তালুকদার করেছেন ৫৯ রান। লিখন ৬১ রানে নিয়েছেন ৫ উইকেট। শেষ বিকালে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বিভাগও মাত্র ২৫ রান করতেই হারিয়েছে দুই উইকেট।

সর্বশেষ খবর