মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বড়দের পথ ধরে ছোটরাও

যুব এশিয়া কাপ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের যুবাদের জিততেই হবে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল স্বাগতিকরা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রতিপক্ষ পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক তৌহিদুল হৃদয়। ৩০ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে পাকিস্তানের। এরপর নিয়মিত উইকেট পড়তে থাকলেও দৃঢ়তার পরিচয় দেন সাইম আইয়ুব। ৭৭ বলে দুই ছক্কা ও ১ চারে ৪৯ রান করে আউট হন। পরে ওয়াকার আহমেদ ৫৮ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেললে ৪২.২ ওভারে ১৮৭ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। বিশাদ ৫৩ রানে ৩ উইকেট পান।

সহজ লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে দ্বিতীয় বলে ওপেনার তানজিদ আহসান আউট হয়ে যান। অর্ধশতক পূরণ হওয়ার আগে সাজঘরে ফেরেন সাজিদ ও তৌহিদ। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে ম্যাচে ফেরান প্রান্তিক ও শামিম। ৪২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে সুবিধাজনক স্থানে নিয়ে আসে তাদের ৯৭ রানের জুটি। ৫৮ করে প্রান্তিক ফিরেন। ৬৫ রানে শামিম ইনজুরিতে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

সর্বশেষ খবর