মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মহিলা হকিতে নতুন চ্যাম্পিয়ন খুলনা

ক্রীড়া প্রতিবেদক

মহিলা হকিতে নতুন চ্যাম্পিয়ন খুলনা

জাতীয় মহিলা হকিতে নতুন চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ১-০ গোলে ঢাকা বিভাগকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। ২৪ মিনিটে খুলনার পক্ষে মূল্যবান গোলটি করেন জেসি। এর আগে সকালে রংপুর বিভাগ ৩-১ গোলে রাজশাহী বিভাগকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে। ফাইনালে ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়ারবাত। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের হেড অব গেমস অ্যান্ড স্পোর্ট ইকবাল বিন আনোয়ার ডন। এ সময়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

২০১২ সালে মহিলাদের জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ শুরু হয়। প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় নড়াইল জেলা। ২০১৫ সালে ঝিনাইদহ জেলা শিরোপা জিতে। চতুর্থ আসরে আরেক নতুন চ্যাম্পিয়নের দেখা মিললো। চ্যাম্পিয়ন দল খুলনা বিভাগকে ট্রফি ও ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়। রানার্সআপ ঢাকা বিভাগকে ট্রফি ও ৪০ হাজার টাকা দেওয়া হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন খুলনার নমিতা সরকার। সর্বোচ্চ গোলদাতা হন খুলনার কিমি কর্মকার, ঢাকার সুমি আক্তার এবং রংপুরের তাসনিম আক্তার। তিনজনই পাঁচটি করে গোল করেন।

সর্বশেষ খবর