মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই

বাংলাদেশ-নেপাল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-নেপাল মুখোমুখি

প্রথম ম্যাচেই পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করে কিশোরীরা। এই এক জয়ে টুর্নামেন্টে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এখন শুধু অপেক্ষা গ্রুপ চ্যাম্পিয়নের। আজ ভুটানে অনুষ্ঠিত গ্রুপ পর্বে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এই সেই দল যারা সাফ চ্যাম্পিয়নশিপে জামালদের সেমিতে খেলা শেষ করে দিয়েছে। ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম দুই ম্যাচে জামাল ভূঁইয়ারা ভুটান ও পাকিস্তানকে ধরাশয়ী করেছিল। শেষ ম্যাচেই জয় নয়, ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা পেত বাংলাদেশ। অথচ নেপালের কাছেই ২-০ গোলে হেরে বিদায় স্বাগতিকদের। গোল পার্থক্য বাংলাদেশকে পেছনে ফেলে সেমিতে ওঠে যায় নেপাল ও পাকিস্তান। সেই নেপাল বলেই যত কথা। জয় নয়, ড্র করতে পারলেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে গোল পার্থক্যে। খেলাটা যখন নারীদের তখন কি কেউ ড্রর প্রত্যাশা করছে? মনে হয় না। পুরুষ ফুটবলে নেপাল ভয়ঙ্কর হলেও কিশোরীরা মারিয়াদের কাছে তুচ্ছই বলা যায়। গত কয়েক বছরে বাংলাদেশের কিশোরীরা গোল উৎসবে মেতেছে। গত আগস্টেই ভুটানে অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-৩-০ গোলে পরাজিত করেছিল নেপালকে। তাই প্রত্যাশা একটাই আজ জয় নিয়ে মাঠ ছাড়বে মারিয়া, কৃষ্ণারা। অপেক্ষা শুধু ব্যবধান বড় না ছোট? পরিসংখ্যান বা পারফরম্যান্সের বিচারে আজকের ম্যাচে বাংলাদেশকে ফেবারিট ধরা হলেও তা মানছেন না অধিনায়ক মৌসুমী।

তিনি বলেন ‘নেপালকে আমরা কোনোভাবে খাটো করে দেখছি না। ওরা শক্তিশালী প্রতিপক্ষ। জেতার জন্যই মাঠে নামবে। জিততে হলে আমাদের সতর্ক হয়ে খেলতে হবে। নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’ কোচ গোলাম রব্বানী ছোটনেরও একই কথা। ‘নেপালকে আমরা হালকা করে দেখছি না। সেমিফাইনাল নিশ্চিত হলেও এই ম্যাচের গুরুত্ব অনেক। লক্ষ্য আমাদের একটাই ট্রফি জয়। তাই প্রতিটি ম্যাচেই সতর্ক হয়ে খেলতে হবে।’

সর্বশেষ খবর