মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মাঠে নামছে জায়ান্টরা

ক্রীড়া ডেস্ক

মাঠে নামছে জায়ান্টরা

স্প্যানিশ লা লিগায় বেশ কয়েক ম্যাচে টানা পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালোই ছিল বর্তমান ইউরোপসেরাদের। জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই তারা ইতালিয়ান ক্লাব রোমাকে হারিয়েছিল ৩-০ গোলে। এবার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। আজ তাদের প্রতিপক্ষ রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কো। আজ জিতলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে লস ব্ল্যাঙ্কোসরা। জি গ্রুপে আজ অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে রোমা-ভিক্টোরিয়া প্লাজেন। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হোসে মরিনহোর দল ম্যানচেস্টার ইউনাইটেড এবং পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যানইউ জিতলেও হেরেছিল ম্যানসিটি। ম্যানইউ ৩-০ গোলে হারিয়েছিল ইয়াং বয়েজকে। অন্যদিকে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্ডিওলার শিষ্যরা আজ জার্মান ক্লাব হফেনহেইমের মুখোমুখি হচ্ছে। হফেনহেইমের ৩১ বছর বয়সী কোচ ন্যাগেলসম্যানের আদর্শ কোচ গার্ডিওলা। আদর্শ কোচের দলকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেরকে নকআউট পর্বের দিকে এগিয়ে নিতে চান ন্যাগেলসম্যান। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখার জন্য জয়ের ধারায় ফিরতে হবে পেপ গার্ডিওলার দলকে। প্রথম হেরে যাওয়ায় গ্রুপের তলানিতে অবস্থান করছে ম্যানসিটি। ম্যানইউ প্রথম ম্যাচ জিতে বেশ সুবিধাজনক স্থানেই আছে। আজ তারা এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার মুখোমুখি হচ্ছে। জিতলেই নকআউট পর্বের পথে অনেকটা এগিয়ে যাবে মরিনহোর শিষ্যরা। এই গ্রুপে অপর ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস মুখোমুখি হচ্ছে সুইস ক্লাব ইয়াং বয়েজের।

এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে ফেবারিট বায়ার্ন মিউনিখ। তারা মুখোমুখি হচ্ছে ডাচ ক্লাব আয়াক্সের। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল দুই ক্লাবই। বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছিল পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। অন্যদিকে আয়াক্স ৩-০ গোলে হারিয়েছিল গ্রিক ক্লাব এইকে অ্যাথেন্সকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর