শিরোনাম
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মেসি-হ্যারিকেইনের লড়াই

ক্রীড়া ডেস্ক

মেসি-হ্যারিকেইনের লড়াই

প্রতিপক্ষ হিসেবে বার্সার সামনে টটেনহ্যাম বড় বাধা নয়। ফুটবলপ্রেমীরা তা এক বাক্য স্বীকার করবেন। কিন্তু লড়াইটা যখন বিশ্ব ফুটবলের দুই তারকার তখন কী আর গুরুত্ব না দিয়ে পারা যায়। রাশিয়া বিশ্বকাপে লিওলেন মেসি আর্জেন্টিনা। হ্যারিকেইন ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। মেসিরা দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও হ্যারিকেইনরা সেমিফাইনাল উঠেছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও ইংলিশরা হেরে যায়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও বেলজিয়ামের কাছে হার মানে। অন্যদিকে আর্জেন্টিনা খুঁড়িয়ে খুড়িয়ে শেষ ষোলতে জায়গা করে নিলেও ফ্রান্সের কাছে ৩-২ গোলে হেরে বিদায়। ইংল্যান্ড ফাইনালে না খেললেও হ্যারিকেইনের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছিল। মূলত তারই নৈপুণ্যে জ্বলে উঠেছিল ইংল্যান্ড। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুটের পুরস্কার জেতেন হ্যারিকেইন। দুই সুপার স্টার আজ মুখোমুখি হচ্ছে। তবে লড়াইটা ক্লাব পর্যায়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ আলোচিত দল টটেনহ্যাম হটস্পার হাইভোল্টেজ ম্যাচ লড়বে। অতিথি দল হলেও আজকের ম্যাচে বার্সারই ফেবারিট। জয়ের সম্ভাবনা তাদের বেশি। কিন্তু মেসি-হ্যারিকেইন যখন একে অপরের প্রতিপক্ষ তখন ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গেছে। মেসি বিশ্বকাপে সেভাবে জ্বলে উঠতে না পারলেও বার্সায় তার অন্য রূপ। যদিও লা লিগায় বার্সা এখনই এক হারসহ মূল্যবান ৭ পয়েন্ট নষ্ট করেছে। কিন্তু মেসি খেলছেন মেসি রূপেই। আগের ম্যাচে বার্সা হার এড়িয়েছে মেসির বদৌলতে। তারই নিখুঁত পাসে বল পেয়ে শেষ মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়নরা ড্র করতে সমর্থ হয়। চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলছে। ভক্তরা আশা করছেন আজও বিখ্যাত ওয়েম্বলিতে মেসি জ্বলে ওঠবেন। এমন রোমাঞ্চকর লড়াইয়ে আগে হ্যারিকেইনের বিশ্বকাপের সেই ফর্মে দেখা মিলছে না। তার ম্যাচ ফিটনেস নিয়েও সংশয় রয়েছে। তবু চলতি মৌসুমে আট ম্যাচে পাঁচ গোল পেয়েছেন ইংলিংশ এই স্ট্রাইকার। এর মধ্যে শেষ দুই ম্যাচে এসেছে তিন গোল। মাঝে টানা তিন ম্যাচে গোলশূন্য ছিলেন তিনি। ভক্তরা তারপরেও আশায় রয়েছেন হ্যারিকেইন ম্যাচে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মেসি-হ্যারিকেইন এই প্রথম মুখোমুখি হচ্ছেন। দুই মহাতারকা বলে ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনাও বিরাজ করছে। যে কোনো রকমে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওয়েম্বলিতে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। মেসি না হ্যারিকেইন জয়ের হাসি হাসবেন। তা জানা যাবে শেষ বাঁশি বাজার পরই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর