বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এখনো স্বপ্ন পূরণ হয়নি : জীবন

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

এখনো স্বপ্ন পূরণ হয়নি : জীবন

নাবিব নেওয়াজ জীবন

জীবন কত বিচিত্র হতে পারে! কত রঙে ধরা দিতে পারে একজন মানুষের কাছে! এক সময় তিনি কমলাপুরের নোংরা এলাকায় জীবন কাটাতেন। কত কষ্টই না হতো সেই দিনগুলোতে। আর এখন! পাঁচ তারকা হোটেলের জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি। অতীতের দুঃখময় জীবনকে অনেকটা  পেছনে ফেলে এসেছেন নাবিব নেওয়াজ জীবন। তবে স্বপ্ন পূরণের পথে এখনো অনেকদূর যেতে হবে তাকে। গতকাল সিলেটে টিম হোটেলের লবিতে বসে নিজেই স্বীকার করলেন, এখনো স্বপ্ন পূরণ হয়নি।

বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচে দারুণ খেলেছেন জীবন। তার খেলা দেখে মুগ্ধ কোচ জেমি ডে আড়ালে-আবডালে বলে বেড়াচ্ছেন, ম্যাচের সেরা ছিল জীবনই। বাংলাদেশের ফুটবল গত প্রায় এক যুগের অন্ধকার সময়কে পেছনে ফেলে নতুন আলোতে অবগাহন করতে এগিয়ে চলেছে। এই নতুন দলের অন্যতম তারকা হয়ে উঠেছেন জীবন। পাশাপাশি সুফিল আর বিপলুরাও আছেন। বগুড়ার ছেলে জীবনের ছেলেবেলাটা ভিন্ন হতে পারত। বাবা-মা চাইতেন মাদ্রাসায় পড়ে ছেলে একদিন ধর্মীয় জ্ঞান অর্জন করবে। পান্ডিত্য অর্জন করবে। কিন্তু জীবনের ইচ্ছা ছিল ফুটবলার হবেন। একদিন দেশের সেরা ফুটবলার হয়ে বাবা-মাকে গর্বিত করবেন। দেশের জন্য কিছু করবেন। সেই পথে অসংখ্য কাঁটা বিছানো ছিল। একটা একটা করে সেসব কাঁটা দূরে সরিয়ে তিনি উঠে এসেছেন সফলতার দিকে। জীবন গতকাল সিলেটের একটি পাঁচতারা হোটেলের লবিতে বসে উপরের দিকে তাকিয়ে বলেন, ‘কোথায় ছিলাম, এখন কোথায় আছি। তবে এখানেই থেমে যেতে চাই না আমি। দেশের জন্য অনেক কিছু করার আছে। স্বপ্ন আছে অনেক। সেগুলো পূরণ করতে হবে।’ আপাতত বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতে স্বপ্নের প্রথম ধাপটা পূরণ করতে চান জীবন। তারপর এগিয়ে যেতে চান একে একে অনেকদূর। কোনো একদিন তিনি ইউরোপের লিগগুলোতে খেলার স্বপ্ন দেখেন। নিজের ড্রিবলিং আর প্লেসিংয়ের উপর আস্থা আছে। কাজ করতে হবে কেবল ফিটনেসের উপর। এখনো তার দম ফুরিয়ে যায়। পুরো নব্বই মিনিট খেলতে গেলে শরীর নিঃসাড় হয়ে আসে। তাই বলে থেমে নেই জীবন। ফিটনেস বাড়ানোর জন্য কাজ করে চলেছেন। খুব ছোটবেলায় বল নিয়ে খেলার সময়ই জীবন ভাবতেন, একদিন দেশের সেরা ফুটবলার হবেন। এখন তরুণ দলের তিনি অন্যতম সেরা ফুটবলার। কিন্তু জীবন বলেন, ‘এখনো এমন কিছুই করা হয়নি। অনেক কিছু করা বাকি। সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই একদিন।’ জীবনদের স্বপ্ন পূরণ হলেই তো বাংলাদেশেরও স্বপ্ন পূরণ হয়। ফুটবলে মাথা উঁচু করে ঘোষণা করা যায়, দেখ, আমরাও পারি। সেই সময়টা হয়ত খুব দূরে নয়!

সর্বশেষ খবর