বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রনির ডাবল সেঞ্চুরি আফিফের ৭ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

রনির ডাবল সেঞ্চুরি আফিফের ৭ উইকেট

জাতীয় ক্রিকেট লিগে গতকাল ছিল সেঞ্চুরির ছড়াছড়ি। ঢাকা বিভাগের ওপেনার রনি তালুকদার করেছেন অপরাজিত ডাবল সেঞ্চুরি। আরেক ওপেনার আবদুল মজিদও সেঞ্চুরি করেছেন। গতকাল শতক পূর্ণ করেছেন খুলনার তুষার ইমরান। প্রথম ইনিংসেও সেঞ্চুরি ছিল তার। এছাড়া রাজশাহীর জহুরুল ইসলাম অমি, বরিশালের ফজলে রাব্বি এবং সোহাগ গাজীও সেঞ্চুরি করেছেন। বোলিংয়ে ক্যারিশমা দেখিয়েছেন খুলনার তারকা আফিফ হোসেন ধ্রুব। ৬৬ রানে নিয়েছেন ৭ উইকেট।  ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টায়ার-২ এর ম্যাচে চট্টগ্রামের বিরুদ্ধে শক্ত অবস্থানে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয়েছিল ঢাকা। গতকাল তারা ১ উইকেটে ৩৮৫ রান করে ইনিংস ঘোষণা করে। রনি তালুকদার খেলেছেন ২২৮ রানের হার না মানা ইনিংস। প্রথম ইনিংসেও ৫৯ রান করেছিলেন তিনি। আরেক ওপেনার আবদুল মজিদের ব্যাট থেকে এসেছে ১৩২ রান। এদিকে চট্টগ্রাম বিভাগ তাদের প্রথম ইনিংসে মাত্র ১৪২ রানের অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে। তৃতীয় দিন শেষে তারা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে করেছে ১৩৫ রান। জিততে হলে তাদেরকে আজ করতে হবে আরও ৩৪৬ রান। হাতে রয়েছে ৭ উইকেট। এই ম্যাচে জয়ের চিন্তার চেয়ে আজ ড্র করার দিকেই হয়তো বেশি মনোযোগী হবে। তবে ঢাকার জন্য কাজটা সে তুলনায় খুবই সহজ। ৭ উইকেটের পতন ঘটাতে পারলেই জয়।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। খুলনার বিরুদ্ধে তারা করেছে ৫৫২ রান। ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জহুরুল ইসলাম অমি। আগের দিন সেঞ্চুরি করেছিলেন মিজানুর রহমান। তবে রাজশাহীর রান বন্যার দিকে ক্যারিশমা দেখিয়েছেন খুলনার বোলার আফিফ হোসেন। তিনি একাই নিয়েছেন ৭ উইকেট। গতকাল খুলনার ব্যাটসম্যানরাও দেখিয়েছেন দাপট। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন তুষার ইমরান গতকালও আরেক সেঞ্চুরি করছেন। দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার এনামুল হক বিজয়ও। তিনি করেছেন ৭২ রান। তবে তুষার ও বিজয় উভয়ই অপরাজিত রয়েছেন। দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৮২ রান করেছে খুলনা। তবে রাজশাহীর প্রথম ইনিংসের চেয়ে এখনো তারা ১৬০ রানে পিছিয়ে। ম্যাচ বাঁচাতে হলে ব্যাট করতে হবে প্রায় সারা দিনই।

ড্র-র দিকে এগিয়ে যাচ্ছে রংপুর বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচটি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিরুদ্ধে পাল্টা জবাব      দিচ্ছে বরিশাল।

তৃতীয় দিন শেষে তাদের স্কোর ৫ উইকেটে ৩৮৪ রান। অপরাজিত সেঞ্চুরি করেছেন ফজলে রাব্বি। ১৩০ রানে ব্যাট করছেন তিনি। সেঞ্চুরি করেছেন সোহাগ গাজী। খেলেছেন ১২৮ রানের ইনিংস। বল হাতেও তিন উইকেট নিয়েছিলেন সোহাগ। জয় দেখতে পাচ্ছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে এনামুল জুনিয়রের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২১৫ রানে অলআউট হয়ে যায় সিলেট। এনামুল খেলেছেন ৯১ রানের ঝলমলে এক ইনিংস। সর্বোচ্চ রানের স্কোর এসেছে তার ব্যাট থেকেই। বোলিংও ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তারপরও ফলোঅনে পড়ে যাওয়ায় সিলেটকে দ্বিতীয়বার ব্যাট হচ্ছে। ১৪৯ রান করতেই ৪ উইকেট হারিয়েছে তারা।

সর্বশেষ খবর