বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঘুরে ফিরে সেই অভিজ্ঞতার কথা

ক্রীড়া প্রতিবেদক

ঘুরে ফিরে একই কথা। অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য। কোনো গেমসে যাওয়ার আগে কর্মকর্তারা সাধারণত এই কথাটাই বলে যান। বাদ গেলেন না অভিজ্ঞ সংগঠক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ৬ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্সআয়ার্সে পর্দা উঠছে ইয়ুথ সামার অলিম্পিক গেমসের। বাংলাদেশ ১৮ অক্টোবর এই গেমসে অংশ নেবে। আরচারি, শুটিং ও সিক্স-এ-সাইড হকিতে অংশ নেবে বাংলাদেশ।

১৯ সদস্যের এই দল গতকাল রাতেই ঢাকা ছাড়ার কথা। বাংলাদেশের সেভ দ্য মিশনের দায়িত্ব পালন করছেন চপল। যাওয়ার আগে তারও মুখে শোনা গেল একই সুর। ‘পদক জয়ের চেষ্টা চালাব। তবে অভিজ্ঞতা অর্জনই আমাদের মূল লক্ষ্য। এই নিয়ে যুব গেমসের চতুর্থ আসর বসছে। বলতে পারেন একেবারে নতুন গেমস। তাই অভিজ্ঞতা সঞ্চয় করে সামনে পদক জয়ের টার্গেট নেওয়া যাবে। আরচারি রিকার্ড ইভেন্টে অংশ নেবেন ইব্রাহিম রেদাউন ও রাবিয়া আক্তার শাপলা। জার্মান কোচ মাট্রিন ফ্রেডরিখও দলের সঙ্গে যাচ্ছেন। শুটিংয়ে গেছেন দুই প্রতিযোগী অর্নব সাহা ও আমিরা হামিদ। কোচও যাচ্ছেন। হকি খেলবে সিক্স-এ-সাইড টুর্নামেন্টে। কোচ হচ্ছেন জাহিদ হাসান রাজু, ডেপুটি কোচ মতিউর রহমান। খেলোয়াড়রা হলেন— শাহানুর রহমান সবুজ, মো. আরশাদ হোসেন, মো. মহসিন, আবিদ উদ্দিন, প্রিন্স নান্নু, বিপ্লব, মেহেদী হাসান, সাইফুল ও সারোয়ার মোর্শেদ।

সর্বশেষ খবর