বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রোনালদো ছাড়া ছন্নছাড়া রিয়াল

ক্রীড়া ডেস্ক

গত মৌসুমে লাল কার্ড দেখেছিলেন। নিয়ম মেনে গতকাল সুইজারল্যান্ডের ইয়াং বয়েজের বিপক্ষে খেলতে পারেননি। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের অভাব একটুও বুঝেনি ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে পরশু রাতে হোচট খেয়েছে হুলেন লোপেতেগির রিয়াল। রাশিয়ান জায়ান্ট সিএসকে মস্তোর কাছে ০-১ গোলে হেরেছে রিয়াল। রোনালদোবিহীন রিয়াল এ নিয়ে টানা তিন ম্যাচে গোলশূন্য রইলো। লিগে সেভিলার বিপক্ষে ০-৩ গোলে হারের ধাক্কা সামলে আগেই গোলশূন্য ড্র করে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে। সেই ধাক্কা সামলে নিতে লোপেতেগির দল মুখোমুখি হয় সিএসকে মস্কোর। কিন্তু রোনালদোকে ছাড়া স্প্যানিশ জায়ান্টদের আক্রমণভাগ ছিল নখদন্তহীন। সেই সুবিধাকে কাজে লাগিয়ে ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে পৌঁছায় রাশিয়ান ক্লাব সিএসকে মস্কো।              

রোনালদো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌভাগ্যও যেন রিয়াল ছেড়েছে! গ্যারেথ বেল, সার্জিও র‌্যামোস, লুকা মডরিচরা ফিরে পাচ্ছেন না পুরনো ছন্দ। রোনালদোর অভাব যে বোধ করছে ক্লাব, সেটা স্বীকার করেছেন দলের কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস, ‘ দুলের সূর্য চলে যাওয়ার পর আমরা তার অভাব বোধ করছি।’ এখন সূর্য কে? এটা আর বলে দিতে হচ্ছে না। খেলার একমাত্র গোলটি আবার রেকর্ড সময়ে। ম্যাচ শুরুর ৬৫ সেকেন্ডে গোল হজম করে বসে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বক্সের মধ্যে রিয়ালের গোলরক্ষক নাভাসকে সুযোগ না দিয়ে ক্রোয়াট মিডফিল্ডার ভ্লাসিচের গোল করতে কোনো কষ্ট করতে হয়নি (১-০)। এরপর রিয়াল আর গোল শোধ করতে পারেনি। হেরেই মাঠ ছাড়তে হয়।

সর্বশেষ খবর