বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে ভাবছেন না নেইমার

ক্রীড়া ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল ফেবারিট ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ রেখেও হেরেছিল। সেই হারের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে ব্রাজিল। কিন্তু দলের ‘প্রাণভোমরা’ নেইমার বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে ভাবছেন না। চ্যাম্পিয়ন্স লিগে তার দল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) গত রাতে মুখোমুখি হয়েছিল রেড স্টার ব্রেলগ্রেডের। ওই ম্যাচের আগেই নেইমার বিশ্বকাপ নিয়ে কথাগুলো বলেন। কোয়ার্টার ফাইনালে নেইমারের ব্রাজিল ২-১ গোলে হেরেছিল এইডেন হ্যাজার্ডের বেলজিয়ামের কাছে। বিশ্বকাপের ওই ম্যাচ নিয়ে নেইমার বলেন, ‘বিশ্বকাপে ব্রাজিলের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটুকু দিয়েই খেলেছি। কিন্তু দল সাফল্য না পাওয়ায় ব্যক্তিগতভাবে আমি হতাশ। কিন্তু এটা নিয়ে বাকি জীবনভর আহাজারির কিছু নেই। তা আমি করব না। কারণ দুঃখবোধের চেয়ে সুখী হওয়ার মতো ইদানীং অনেক কিছুই আছে আমার জীবনে।’ পিএসজির পক্ষে চলতি লিগে ৭ ম্যাচে ৭ গোল করে রয়েছেন দারুণ ফর্মে।

সর্বশেষ খবর