শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নেইমারের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

নেইমারের হ্যাটট্রিক

বিশ্বকাপে পারেননি। কিন্তু আলো ছড়িয়ে যাচ্ছেন ক্লাব ফুটবলে। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে চলেছেন পুরনো ক্লাব বার্সেলোনার হয়ে। পরশু রাতে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের সব আলো নিজের দিকে টেনে আনেন নেইমার। মেসি ও নেইমারের আলোকিত পারফরম্যান্সে নক আউট পর্বের প্রথম লেগে সহজ জয় পেয়েছে বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নেইমারের হ্যাটট্রিকে পিএসজি ৬-১ গোলে বিধ্বস্ত করেছে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডকে। মেসির জোড়া গোলে বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে হ্যারি কেইনের টটেনহ্যাম হটস্পারকে। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে পরশু রাতে শেষ মুহূর্তের গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে ফরাসি ক্লাব মোনাকোকে, পোর্তো ১-০ গোলে গালাতাসারেকে এবং রাশিয়ান ক্লাব লোকোমেটিভ মস্কোকে ১-০ গোলে হারিয়েছে জার্মানির এলকে শালকে। প্যারিসে পিএসজির বড় জয়ে নেইমার হ্যাটট্রিক করেন দুটি ফ্রি কিকে ও একটি দুর্দান্ত প্লেসিং শটে। বাকি তিন গোল করেন কিলিয়ান এমবাপ্পে, এডিসন কাভানি ও অ্যাঙ্গেল ডি মারিয়া। পরশু রাতে লন্ডনের ওয়েম্বলিতে টটেনহ্যামকে হারানোর ম্যাচে মেসি গোল করেন দুটি। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এটা আর্জেন্টাইন তারকার পঞ্চম এবং সব মিলিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ১০৫ নম্বর গোল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর