শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফাইনালে ওঠার স্বপ্ন কৃষ্ণাদের

ক্রীড়া প্রতিবেদক

তরতরিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন কৃষ্ণা, আঁখিরা। গোলাম রব্বানী ছোটনের কোচিংয়ে এসব ফুটবলাররা স্বপ্ন দেখছেন উঁচু থেকে আরও উঁচুতে উঠার। সাফ অঞ্চলের জুনিয়র লেবেলের সবগুলো শিরোপাই এখন বাংলাদেশ মহিলা দলের শো কেসে। এবার ভুটানে খেলছে অনূর্ধ্ব-১৮ সাফ মহিলা ফুটবলের শিরোপা জিততে। শিরোপা জিততে ফাইনাল খেলতে হবে ভারত-নেপাল জয়ী দলের বিপক্ষে। তার আগে স্বাগতিক ভুটানকে আজ প্রথম সেমিফাইনালে হারাতেই হবে। রব্বানীর শিষ্যরা শিরোপার স্বপ্ন পূরণের পথে বাঁধা মানছেন না ভুটানকে। কিন্তু সমীহ করছেন। লিগ পর্বের দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে সেমিতে জায়গা করে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়েও ২-১ গোলে হারায় নেপালকে। শতভাগ সাফল্য নিয়ে দলটি আজ চাংলিমিথাং স্টেডিয়ামে মুুখোমুখি হবে স্বাগতিকের। প্রতিপক্ষ স্বাগতিক বলেই সমীহ করছেন কোচ গোলাম রব্বানী ছোটন, ‘ভুটান স্বাগতিক দল। তাদের খেলা বেশ গোছানো। ভালো খেলে তারা সেমিফাইনালে এসেছে। আমাদের দলও শক্তিশালী। দলটি অনেক বেশি গোছানো। অনেকদিন ধরে একসঙ্গে খেলছে দলটি। তাই বোঝাপড়াটা ভালো। আমাদের দলও ভালো খেলে সেমিতে এসেছে। দলটি এফএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। সবাই ছন্দে রয়েছে। আশা করি সেমিফাইনালেও ভালো খেলবে দল।’

সর্বশেষ খবর