শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের জালে সানজিদা আক্তারের গোলের পর উচ্ছ্বসিত বাংলাদেশের মহিলা ফুটবলাররা —সৌজন্যে

ফেবারিটের তকমা গায়ে সেটে ভুটানে পা রাখে বাংলাদেশ। গতকাল ফেবারিটদের মতো খেলেই সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ইতিহাস লিখল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চাংলিমিথান স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ৪-০ গোলে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে আগামীকাল মুখোমুখি হবে ‘হিমালয় দূহিতা’ নেপালের। ফাইনালে ওঠার লড়াইয়ে গোল চারটি করেন সানজিদা আক্তার, মিশরাত জাহান মৌসুমি, কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার। দিনের প্রথম সেমিফাইনালে নেপাল টাইব্রেকারে ৩-১ গোলে হারায় ভারতকে। দুই দলের ম্যাচটি নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। ভুটানের পর্বতঘেরা রাজধানী থিম্পুর কেন্দ্রবিন্দুতে অবস্থিত স্টেডিয়ামটি বাংলাদেশ ফুটবলের বেদনার এক নাম। দুই বছর আগে এখানে ভুটানের কাছে হেরেছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। এর পর থেকে নিচের দিকে নামছে গ্রাফ। গতকাল দুঃখের সাথী চাংলিমিথান স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভুটানের। ভুটানের একেবারেই অপরিচিত নয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের কাছে। অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিলেন কৃষ্ণা, তহুরা, আঁখিরা। দ্বিতীয় সেমিতে ছোটনের দল অংশ নেয় গ্রুপ পর্বে টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে। লিগ পর্বের প্রথম ম্যাচে ১৭-০ গোলে বিধ্বস্ত করে পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে ২-১ গোলে হারায় নেপালকে। ভুটান খেলতে নামে প্রথম ম্যাচে ০-৪ গোলে ভারতের কাছে হার এবং মালদ্বীপকে ১৩-০ গোলে জয়ের স্বাদ নিয়ে। গতকালের সেমিফাইনালের আগে ভুটানের বিপক্ষে পরিসংখ্যানের হিসাবে এগিয়ে ছিল বাংলাদেশ। ২০১০ সালে কক্সবাজারে মেয়েদের সাফে প্রথমবার ভুটানকে ৯-০ গোলে, ২০১২ সালে একই টুর্নামেন্টে কলম্বোয় ১-০ গোলে হারায়। নেপালে ২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভুটানকে গুঁড়িয়ে দেয় ১৬-০ গোলে। ২০১৭ ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে হারায় ৩-০ গোলে এবং সর্বশেষ গত আগস্টে একই টুর্নামেন্টে থিম্পুতে ভুটানকে হারায় ৫-০ গোলে।

সর্বশেষ খবর