শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তৃতীয় ম্যাচেও হার সালমাদের

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় ম্যাচেও হার সালমাদের

এশিয়া কাপ চ্যাম্পিয়ন। শিরোপা জিতেছে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বেও। চলতি বছরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাফল্য ছিল গগনচুম্বী। এমনকি সিরিজ জিতেছে দেশের বাইরেও। ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি নিতে ঘরের মাঠে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলছে পাকিস্তানের বিপক্ষে। কিন্তু কোথায় কি? সারা বছর দারুণ ছন্দে থাকা বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে পাকিস্তানের বিপক্ষে খুঁজেই পাওয়া যাচ্ছে না। উল্টো সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই হেরে বসে আছে সিরিজ। গতকাল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এর আগে দ্বিতীয় ম্যাচটিতে মাত্র ৩০ রানে গুটিয়ে লজ্জায় পড়েছিলেন সালমা, রুমানারা। ম্যাচটি হেরেছি ডাকওয়ার্থ লুইস (ডিএল) মেথডে ৫৮ রানে। প্রথমটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আজ সিরিজের শেষ ম্যাচ, ভেন্যু একই।

দ্বিতীয় ম্যাচে মহিলা ক্রিকেট দল গুটিয়ে গিয়েছিল মাত্র ৩০ রানে। যা টি-২০ ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। মোজাম্বিক ও মালয়েশিয়ার পরই বাংলাদেশের অবস্থান। সেই ব্যাটিং ব্যর্থতা সামলে নিয়ে গতকাল ২০ ওভারে ৮ উইকেটে ৮১ রান করে। দলের পক্ষে দুই অংকের রান করেন মাত্র তিন ক্রিকেটার। সর্বোচ্চ ১৯ রান করেন চার নম্বরে ব্যাট করতে নামা নিগার সুলতানা। ২৯ বলের ইনিংসটিতে ছিল মাত্র ১ বাউন্ডারী। অলরাউন্ডার রুমানা আহমেদ ঝড়ো গতিতে ৯ বলে করে ১২ রান। তাতে ছিল একটি ছক্কা। মহিলা দলের ইনিংসে ওটাই একমাত্র ছক্কা। ওপেনার শামীমা সুলতানা ১০ রান করেন ২১ বলে ১ চারে। টি-২০ ক্রিকেট। অথচ বাংলাদেশের ইনিংসে ছক্কা মাত্র একটি এবং বাউন্ডারি ৩টি। সফরকারীদের পক্ষে নাসরা সান্ধু ও নিদা ধার ২টি করে উইকেট নেন ১৬ রানের খরচে। ৮৪ রানের টার্গেটে খেলতে নেমে সফরকারী দুই ওপেনার আয়েশা জাফর ও নাহিদা খান ৬.১ ওভারে ৩২ রানের ভিত দেন। আয়েশা ১৩ রানে সাজঘরে ফিরেন। নাহিদা ৪০ বলে ৩৩ রানের ইনিংস। দুই ওপেনারের গড়া ভিতকে কাজে লাগিয়ে অধিনায়ক জাভেরিয়া খান ৩১ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় উপহার দেন। খেলা যখন শেষ হয় তখনও বাকি ছিল ৯ ১ বল। মহিলা দলের পক্ষে একটি করে উইকেট নেন রুমানা ও ফাহিমা।

সর্বশেষ খবর