শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভারত-শ্রীলঙ্কা ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

ভারত-শ্রীলঙ্কা ফাইনাল

বাংলাদেশ পারেনি। কিন্তু সুযোগ হাতছাড়া করেনি শ্রীলঙ্কা। প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে সিনিয়র ক্রিকেটারদের হারের প্রতিশোধ নিয়েছে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার জুনিয়ররা। ‘মরু শহর’ এশিয়া কাপের ফাইনালে শেষ বলে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। মিরপুরে যুব এশিয়া কাপে ভারতীয় যুবাদের হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি যুবা টাইগাররা। এবারও কাছে এসে হারের আক্ষেপে পুড়েছে দল। এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম রাউন্ডেই বিদায় করে দিয়েছিল আফগানিস্তান। মিরপুরে গতকাল যুব এশিয়া কাপের সেমিফাইনালে আফগান যুবাদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। মিরপুরে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে আফগানিস্তানকে ৩১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগামীকাল মিরপুরে ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ফার্নান্দোর সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করে শ্রীলঙ্কা। ফার্নান্দোর ১২৯ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৩ ছক্কা। আফগানদের সফল বোলার আবদুল রহমান ৩ উইকেট নেন ৪২ রান খরচে। ২১০ রানের টার্গেটে খেলতে নেমে শাসিকা দুলশানের বাঁ হাতের ঘূর্ণিতে আফগানদের গুটিয়ে দেন ১৭৮ রানে। দুলশান মাত্র ২৪ রান খরচে নেন ৪ উইকেট। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার রহমতউল্লাহ গুরবাজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর