শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

টসেই কি গ্রুপের ভবিষ্যৎ নির্ধারণ!

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

বঙ্গবন্ধু গোল্ডকাপে প্রত্যেক দলই একটি করে ম্যাচ খেলেছে। তাজিকিস্তান ও ফিলিস্তিন তিন পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ফিলিস্তিনিরা (+২)। তাজিকিস্তানের গোল ব্যবধান শূন্য (০)। নেপালের মাইনাস দুই (-২)। এই সমীকরণকে সামনে রেখেই আজ সিলেট জেলা স্টেডিয়ামে ফিলিস্তিন ও নেপাল মুখোমুখি হচ্ছে এ গ্রুপের শেষ ম্যাচে। ফিলিস্তিন জিতলে কথাই নেই। সেমিফাইনাল নিশ্চিত হবে ফিলিস্তিন ও তাজিকিস্তানের। কিন্তু নেপাল জিতলেই মুশকিল। তাও যদি ২-০ ব্যবধানে জিতে। সেক্ষেত্রে তিন দলেরই পয়েন্ট ও গোল ব্যবধান সমান হবে। এমনকি তখন হেড-টু-হেডের অপশনও আর বেঁচে থাকবে না। সে সময় কী করবেন আয়োজকরা! এ নিয়ে আলোচনা করে জানা গেল, শেষ পর্যন্ত টসই ভাগ্য নির্ধারণ করবে দলগুলোর। অবশ্য টসে যেতে রাজি নয় ফিলিস্তিন। টুর্নামেন্টের ফেবারিট হিসেবে তারা আজ নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যেতে চায় সেমিফাইনালে। অবশ্য ছাড় দিতে রাজি নয় নেপালও। বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তারা টিকে থাকতে চাইছে। নেপাল ৩-০ গোলে জিতে গেলে ফিলিস্তিনকে বিদায় নিতে হবে। এদিক থেকে তাজিকিস্তানের সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত। নেপাল ১-০ গোলে জিতলে ফিলিস্তিন ও তাজিকিস্তান যাবে সেমিফাইনালে।

সর্বশেষ খবর