রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কত দিন মাঠের বাইরে থাকবেন সাকিব?

ক্রীড়া প্রতিবেদক

কত দিন মাঠের বাইরে থাকবেন সাকিব?

আঙ্গুলের চোট নিয়েই খেলেছেন এশিয়া কাপ। কিন্তু খেলতে পারেননি ফাইনালসহ তিনটি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে মাশরাফিরা যখন জীবনবাজির ম্যাচ খেলছিলেন, তখন দুবাই থেকে ঢাকা ফিরেন সাকিব। এরপর তিনি অ্যাপোলো হাসপাতালে আঙ্গুলের চিকিৎসা করে পুঁজ বের করেন। এখন তিনি মেলবোর্নে। আঙ্গুলে চোট পান জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন জাতির ফাইনালে। ফিল্ডিংয়ের সময় যে আঘাত পেয়েছিলেন, সেটা বয়ে চলেছেন এখনো। এই চোট নিয়ে তিনি খেলেছেন মার্চে নিদাহাস ট্রফির দুটি ম্যাচ। খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতে দেশে ফিরে হাতের অস্ত্রোপচার করতে চেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বিশেষ অনুরোধে তিনি অংশ নেন এশিয়া কাপে। কিন্তু শেষ করতে পারেননি আসর। মাঝপথেই ফিরেন দেশে। নয় মাস ধরে বয়ে বেড়ানো আঙ্গুলের চোট মারাত্মক আকার ধারণ করেছে। এতে বিব্রত সাকিব চাইছেন অস্ত্রোপচার করাতে। কিন্তু তিনি চাইলেইতো আর হচ্ছে না। এজন্য আঙ্গুলের সংক্রমণ কমে একেবারে শূন্য শতাংশে আসতে হবে। নাহলে অস্ত্রোপচার করা সম্ভব নয় বলেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘সংক্রমণের বর্তমান অবস্থাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। ওটা যতক্ষণ না জিরো পার্সেন্টে আসবে, ততক্ষণ কোনো অস্ত্রোপচার করবেন না ডাক্তাররা। ওখানে এখন হাত দিলে সেটা সংক্রমিত হয়ে হাড়ে চলে যাবে। হাড়ে চলে গেলে পুরো হাত নষ্ট হয়ে যেতে পারে! এখন সংক্রমণ কমানোই মূল কাজ। এই আঙ্গুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। যেহেতু নরম হাড়, কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। অস্ত্রোপচার করে আঙ্গুলটাকে এমন অবস্থায় এনে দিবে যাতে ভালোভাবে ব্যাট ধরতে পারব।  ক্রিকেটও খেলতে পারব।’ শুধু সাকিব নন, ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এদের ছাড়াই হয়তো জিম্বাবুয়ে সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। তবে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজ মিস করতে পারেন সাকিব।

সর্বশেষ খবর