রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সেমিতেই ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

সেমিতেই ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ পেতে চেয়েছিল বাংলাদেশ। এ ব্যাপারে খোলাখুলিই কথা বলেছিলেন কোচ। কিন্তু সে আশা আর পূরণ হয়নি। সেমিফাইনালে শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। গতকাল সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলে নেপালকে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিলিস্তিন। বুধবার সেমিফাইনালে বাংলাদেশ-ফিলিস্তিন মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ফিলিস্তিনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। নেপালের বিপক্ষে সতর্ক হয়ে খেলার প্রয়োজন তাদের। নিজেদের টস ভাগ্যের হাতে সমর্পণ করতে চায়নি মধ্যপ্রাচ্যের এ দেশটি। এ কারণেই ম্যাচের শুরু থেকে তারা সতর্ক হয়ে খেলতে থাকে। অবশ্য ফিলিস্তিনের সামেহ মারাবা এবং হেলাল মুসা বেশ কয়েকবারই সুযোগ পেয়েছিলেন। কিন্তু নেপালি গোলরক্ষকের পাখির মতো ওড়াওড়ি ফিলিস্তিনের গোল পেতে অনেকক্ষণ অপেক্ষায় রাখে। শেষ পর্যন্ত ম্যাচের ৭০তম মিনিটে গোল করে ফিলিস্তিনি অধিনায়ক আবদেলতিফ আলবাহদারি। হেলাল মুসার পাসে বল পান আবদুল্লাহ জাজের। তার বাতাসে ভাসানো পাস থেকে হেডে গোল করেন আবদেলতিফ। এ জয়ে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনাল নিশ্চিত করল ফিলিস্তিন। দুই ম্যাচ জিতে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। গোল ব্যবধান +৩। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফেবারিট হিসেবেই সেমিফাইনালে উঠে এল মধ্য প্রাচ্যের দেশটি। নেপাল বিদায় নেওয়ায় পথ পরিষ্কার হলো তাজিকিস্তানেরও। তারা মুখোমুখি হবে ফিলিপাইনের। দুটি সেমিফাইনালই কক্সবাজারে অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গ্রুপ পর্ব ম্যাচ দিয়ে সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হল। শেষ চারের লড়াই এবার কক্সবাজারে। সিলেটে বাংলাদেশের দুই ম্যাচে উপচেপড়া দর্শকের সমাগম ঘটে। সেমিফাইনাল দিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে যাচ্ছে। এখানে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি হবে। হাইভোল্টেজ ম্যাচ দেখতে কক্সবাজারে কেমন দর্শক হবে সেটাই দেখার বিষয়। তবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ঘিরে এখানে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রথম বাংলাদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এ থেকে ফুটবল জেগে উঠবে কি? নীলফামারীতেও দর্শক হয়েছিল। সামনে হয়তো বাফুফে নতুন জেলা বেছে নেবে।

সর্বশেষ খবর