সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বায়ার্নের হারের দিনে ম্যানইউর রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক

বায়ার্নের হারের দিনে ম্যানইউর রোমাঞ্চকর জয়

ইউরোপের বড় বড় দলগুলোর মধ্যে একমাত্র জুভেন্টাসই জয় পেয়েছে। ইউরোপের বিভিন্ন লিগে হেরেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিগুলো। শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড। বুন্দেস লিগায় জার্মানির সবচেয়ে সফল দল বায়ার্নকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মাঝারিমানের দল মনশেনগ্লাডবাখ। ইংলিশ প্রিমিয়ার লিগে খারাপ সময়ের মধ্যে দিয়ে পথচলা জোসে মরিনহোর ম্যান ইউ ৩-২ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। অথচ শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েছিল রেড ডেভিলরা। জার্মান লিগের সবচেয়ে দল বায়ার্ন পরশু রাতে খেলতে নামে নিজ ভেন্যু আলিয়াঞ্জ অ্যারেনায়। ফর্মে ফিরতে লড়াই করতে থাকা বায়ার্নের লিগে এটা দ্বিতীয় হার। হারের গোলচক্করে থাকা বায়ার্ন ম্যাচ শুরুর ২৫ মিনিটে দুই গোল খেয়ে বসে। ১০ মিনিটে সফরকারী মনশেনগ্লাডবাখকে এগিয়ে নেন দলটির ফরাসি স্ট্রাইকার আলাসসান প্লেয়ার। ২৪ মিনিটে গোলসংখ্যা দুইয়ে উন্নীত করে সফরকারী দলের জার্মান মিডফিল্ডার লার্স। প্রথমার্ধ শেষ হয় দুই গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে স্বাগতিক বায়ার্ন গোল শোধের চেষ্টা চালায়। কিন্তু প্রতিপক্ষের আঁটোসাঁটো রক্ষণের জন্য ব্যবধান কমাতে পারেনি। উল্টো ম্যাচের অন্তিম মুহূর্তে ব্যবধান ৩-০ করে মনশেনগ্লাডবাখের জার্মান স্ট্রাইকার প্যাট্রিক হার্মান। এ নিয়ে চলতি মৌসুমে টানা চার ম্যাচে জয়শূন্য বায়ার্ন। ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠে আউক্সবুর্কের সঙ্গে ড্র করেছিল ১-১ গোলে। ২৮ সেপ্টেম্বর হার্থা বার্লিনের কাছে হেরে যায় ২-০ গোলে। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আয়াক্সের সঙ্গেও ড্র করে ১-১ গোলে। পরশু রাতে হেরেই যায় মনশেনগ্লাডবাখের কাছে। এই হারে পাঁচ নম্বরে থাকা বায়ার্নের পয়েন্ট ৭ ম্যাচে ১৩। ১৭ পয়েন্ট নিয়ে লিগে সবার উপরে থাকা বুরুশিয়া ডর্টমুন্ড ৪-৩ গোলে হারায় আউক্সবুর্ককে। আগের চার ম্যাচে জয়ের মুখ দেখেনি ম্যান ইউ। জয় না পাওয়ায় ভীষণ চাপে ছিলেন ‘নাম্বার ওয়ান’ মরিনহো। পরশু রাতে অবশেষে হারের চক্বর থেকে বের হয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটি। আগের চার ম্যাচে ম্যান ইউর জোল্ট ১-১ ড্র ওলভারহ্যাম্পটন, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হারে ৩-১ গোলে, লিগ কাপে বিদায় নেয় ডার্বি কাউন্টির কাছে নাটকীয় হারে। চ্যাম্পিয়ন্স লিগে গোলশূন্য ড্র করে ভালেন্সিয়ার সঙ্গে। পরশু  রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দুই গোলে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।

সর্বশেষ খবর