সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

টানা চার ম্যাচে জয় ছাড়া রিয়াল

ক্রীড়া ডেস্ক

টানা চার ম্যাচে জয় ছাড়া রিয়াল

রিয়াল মাদ্রিদ এক কঠিন সময় পার করছে। দীর্ঘদিন পর টানা ব্যর্থ হচ্ছে দলটা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা মিলিয়ে গত দুই সপ্তাহে টানা চার ম্যাচে ব্যর্থ হলো। এর মধ্যে ৫টা গোল হজম করেও প্রতিপক্ষের জালে কোনো গোল দিতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। তিন ম্যাচেই হেরেছে। ড্র করেছে একটিতে। গত শনিবার গভীর রাতে লা লিগার ম্যাচে অ্যালাভেসের মাঠ থেকেও পরাজয়ের লজ্জা নিয়ে বাড়ি ফিরে রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে জিতেছে অ্যালাভেস। অতিরিক্ত মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ম্যানুয়েল গার্সিয়া সানচেজ। এই নিয়ে টানা প্রায় ৪০০ মিনিট কোনো গোল করতে পারল না রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইন। ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর বেলে-বেনজেমা-আসেনসিওরা প্রথমদিকে যেভাবে দলের হাল ধরেছিলেন তা অব্যাহত রাখতে পারলেন না। মৌসুম শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইন ব্যর্থ বলে প্রমাণিত হলো। এরই মধ্যে গেরেথ বেলে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা গুরুতর বলেই মনে করছেন অনেকে। এর অর্থই হলো এ মাসের শেষদিকে অনুষ্ঠেয় ‘এল ক্ল্যাসিকো’র লড়াইয়ে খেলতে পারছেন না বেলে। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে ন্যু ক্যাম্পে বেশ সতর্ক হয়েই খেলতে যেতে হবে। সবমিলিয়ে রিয়াল মাদ্রিদ এক কঠিন সময়ই অতিক্রম করছে।

 এ অবস্থায়ও অবশ্য রিয়াল মাদ্রিদের সবাই কোচ লোপেতেগুইয়ের ছাতার নিচে ঐক্যবদ্ধ আছে। কিন্তু কোচের উপর কতদিন ক্লাবের আস্থা থাকবে তা বলা বেশ কঠিন। যে কোনো মুহূর্তেই ক্লাব কর্তৃপক্ষ আস্থা হারাতে পারে লোপেতেগুইয়ের ওপর।

সর্বশেষ খবর