মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ক্রিকেটেও নারীদের স্মরণীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটেও নারীদের স্মরণীয় জয়

জয়ের নায়ক কুবরা ম্যাচ শেষে মাঠ ছাড়ছেন

ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মেয়েরা বইয়ে দিচ্ছেন সাফল্যের ফাল্গুধারা। ফুটবলে বয়সভিত্তিক দলে দুই দুটি শিরোপা জিতেছে চলতি বছরেই। একদিন আগেই ভুটানের মাটিতে নেপালকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের মেয়েরা। সাফল্য আসছে ক্রিকেটেও। এই বছরই বাংলাদেশের নারী ক্রিকেট দল মালয়েশিয়ার মাটিতে শক্তিশালী ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রথমবারের মতো। কিন্তু সেই নারী ক্রিকেট দলই কিনা ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে হেরে যায়। তবে এক সিরিজই তো আর সাফল্যের মানদণ্ড নির্ধারণ করে দেয় না। তাই তো টি-২০ সিরিজে হারলেও ওয়ানডেতে সেই দুরন্ত বাংলাদেশ। কাল কক্সবাজারে পাকিস্তানের মেয়েদের ৬ উইকেট উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ক্যারিয়ার সেরা বোলিং করেছেন বাংলাদেশ দলের অফস্পিনার খাদিজাতুল কুবরা। মাত্র ২০ রানে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং ফিগার। খাদিজার বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে। পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউ নিজের স্কোর দুই অঙ্কের কোটায় নিয়ে যেতেই পারেননি। সর্বোচ্চ ২৯ রান করেছেন অধিনায়ক জাভেরিয়া খান। দুই ওপেনার আয়েশা জাফর ও মুনীবা আলী উভয়েই স্কোরই ১৮ করে। টার্গেট ছোট হলেও শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদের আভাস পেয়েছিল বাংলাদেশ। দলীয় খাতায় রান যোগ হওয়ার আগেই ফিরে যান আয়েশা রহমান। ইনিংসের প্রথম বলেই পাকিস্তানের সানা মীর তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। দলীয় স্কোর যখন ৬ তখন দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৩ রানে রানআউট হয়ে যান শারমিন আক্তার। এরপর ৮১ রানের জুটি গড়ে বাংলাদেশকে নিরাপদে পৌঁছে দেন ফারজানা হক ও অধিনায়ক রুমানা আহমেদ। তিন বাউন্ডারীতে ৮১ বলে ৪৮ রান করেছেন ফারজানা। রুমানা খেলেছেন ৩৪ রানের ইনিংস। ওয়ানডে সিরিজটি এক ম্যাচের হওয়ায় গতকাল জিতেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে টি-২০তে হোয়াইটওয়াশ হওয়ার কষ্টটা যেন লাঘব হলো মেয়েদের।

সর্বশেষ খবর