বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

১৩তম ফাইনালের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক

১৩তম ফাইনালের হাতছানি

বঙ্গবন্ধু গোল্ডকাপের আজ দ্বিতীয় সেমিফাইনাল। গতকাল ফিলিপাইনকে ২-০ গোলে হারিয়ে নতুন দল হিসেবে তাজিকিস্তান ফাইনালে জায়গা করে নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে কে হবে তাদের প্রতিপক্ষ? বাংলাদেশ না ফিলিপাইন। কাগজে-কলমে ফেবারিট ফিলিস্তিন। তারপরও ঘরের মাঠে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না। সিলেটে গ্রুপপর্ব ম্যাচে ফিলিপাইনের কাছে ১-০ গোলে হারলেও বাংলাদেশের পারফরম্যান্স দেখে ফুটবলপ্রেমীরা মুগ্ধ। অনেক দিন পর জাতীয় দল গতিময় খেলা খেলেছে। যে সুযোগ এসেছিল তাতে ম্যাচ জেতা উচিত ছিল বাংলাদেশেরই।

আজ যদি ফিলিস্তিনের বিপক্ষে জীবন, মতিন, জনিরা সেই পারফরম্যান্স দেখাতে পারে তাহলে জয় আশা করা যায়। অধিনায়ক জামাল ভুইয়া বলেছেন, নিজেদের সেরা খেলাটা দিয়েই ফাইনালে যেতে চান। বঙ্গবন্ধু গোল্ডকাপে এর আগে একবারই ফাইনাল খেলে বাংলাদেশ। ২০১৫ সালে ফাইনালে মামুনুলরা দুর্দান্ত খেলেও মালয়েশিয়ার কাছে ২-৩ গোলে হেরে যান।

শুধু বঙ্গবন্ধু গোল্ডকাপ নয়। ফুটবলে বাংলাদেশের বেশ কটি ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে। ১৯৭৩ সালে মারদেকা কাপ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হয় বাংলাদেশের। তবে সাফল্য ক্ষীণই বলা যায়। ৪৫ বছরে জাতীয় দল শিরোপা জিতেছে মাত্র ছয়বার। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুবারা চ্যাম্পিয়ন হয়।

জাতীয় দল বিভিন্ন টুর্নামেন্টে ৬ বার চ্যাম্পিয়ন হলেও ফাইনাল খেলেছে ১২ বার। অর্থাৎ আজ ফিলিস্তিনকে হারালে ১৩তম ফাইনাল খেলবে বাংলাদেশ জাতীয় দল। প্রথম ফাইনাল খেলে ১৯৮৪ সালে। সেবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রথম সাফ গেমসে ফুটবল ফাইনালে বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হয় নেপালের বিপক্ষে। স্বাগতিকরা জয় পেয়ে সাফ গেমসে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ১৯৮৫ সালে ঢাকায় দ্বিতীয় সাফ গেমসেও বাংলাদেশ ফাইনাল খেলে। টাইব্রেকারে হেরে যায় ভারতের কাছে। সাফ গেমসে বাংলাদেশ ৬ বার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ২ বার।

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ তিনবার ফাইনাল খেলে। শিরোপা জিতেছে মাত্র ১ বার। ২০০৩ সালে ঢাকায় ফাইনালে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ প্রথম শিরোপা জিতে ১৯৮৯ সালে। ঢাকায় প্রেসিডেন্ট গোল্ডকাপ ফাইনালে লাল দল টাইব্রেকার হারায় দক্ষিণ কোরিয়া বিশ্ববিদ্যালয় একটি দলকে। লাল দল মূলত গড়া হয়েছিল জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে। ২০০৩ সালে ভুটানের থিম্পুতে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ফাইনালে ভুটানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই ছিল ১২ ফাইনাল বাংলাদেশের পরিসংখ্যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর