বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সুখবর দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

সুখবর দিলেন সাকিব

‘সাকিবের আঙ্গুল আর আগের মতো হবে না!’ —এই সংবাদটা মুহূর্তেই ভক্তদের কানে পৌঁছে যায়। এমন দুঃসংবাদে হতাশ হয়ে পড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল সুখবর দিয়েছেন সাকিব, দুশ্চিন্তার কোনো কারণ নেই। অস্ত্রোপচার নাও করা লাগতে পারে। হাতের চিকিৎসা নিয়ে সাকিব এখন মেলবোর্ন হাসপাতালে ভর্তি। বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়ের অধীনে চলছে তার চিকিৎসা। তার হাতের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, রিপোর্ট ভালো এসেছে। গতকাল এক মিডিয়াকে সাকিব বলেন, ‘রিপোর্ট সব ভালো। ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। তবে পুরো সেরে উঠতে সময় লাগবে।’ গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব। ব্যথা নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেছেন। ব্যথার ইনজেশন নিয়ে দারুণ পারফর্মও করেছেন। এশিয়া কাপের আগে হাতের অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন। কিন্তু এশিয়া কাপের কথা চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। আবারও ইনজেকশন নিয়ে খেলতে যান সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাকিব দেখেন তার হাত অনেকটা ফুলে গেছে। তারপর দ্রুত দেশে ফিরে আসেন। হাতের অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় দ্রুত রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়ে ছোট একটা অপারেশন করান। ধরা পড়ে তার হাতের সংক্রমণ। তারপর অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগের শরণাপন্ন হন। মেলবোর্ন হাসপাতালে চলছে সাকিবের চিকিৎসা। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে গতকাল হাতে রিপোর্ট পেয়ে স্বস্তিবোধ করছেন সাকিব। তবে তিন মাসের আগে ক্রিকেটে ফিরতে পারবেন না। আগামী রবিবার অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের আঙ্গুলের ক্ষত স্থানে নাকি চামড়া উঠতে শুরু করেছে। বেশ উন্নতি হয়েছে। তিন মাসের মধ্যে ব্যথা পুরোপুরি সেরে গেলে অস্ত্রোপচার নাও লাগতে পারে। আর যদি ব্যথা থাকে সেক্ষেত্রে অস্ত্রোপচার করতেই হবে।

এদিকে সাকিবের ইনজুরি ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ওপর ক্ষেপেছেন ভক্তরা। তাই বাধ্য হয়ে গতকাল সংবাদ সম্মেলন করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবকে এশিয়া কাপে খেলানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে ও (সাকিব) বলেছে, আঙ্গুলের জন্য আমার সমস্যা। আমি বলেছি, তুমি ডাক্তার দেখাও। এমন যদি হয়, এখন অপারেশন (এশিয়া কাপের আগে) না করলেও চলবে তাহলে পরে করো। এরপর সাকিবের সঙ্গে মক্কা ও মদিনায় দেখা হয়েছে। আমি বলেছি, এশিয়া কাপে খেলা কিংবা অস্ত্রোপচার করানো তোমার সিদ্ধান্ত। ও বলল, ফিজিও বলে দিয়েছে অসুবিধা নেই। এটাই আমার শেষ কথা হয়েছে। আমি তারপর হজ করে ঢাকা ফিরে চার দিন পর মেইল দেখি সাকিব খেলছে। তবে সে দলের সঙ্গে ঢাকায় যোগ দেবে না, আমেরিকা থেকে সরাসরি আমিরাতে যাবে।’ সে যাই হোক না কেন, ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে সাকিবের রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। এখন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবেন —এটা তো বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় স্বস্তির খবর।

উল্লেখ্য, ঘরের মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন না টেস্ট ও টি-২০ অধিনায়ক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর