বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আরাফাতের ৭ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

আরাফাতের ৭ উইকেট

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে জাদু দেখিয়েছেন স্পিনার আরাফাত সানি। গতকাল ঢাকা বিভাগের বিরুদ্ধে ম্যাচে ঢাকা মেট্রোর এই বোলার একাই নিয়েছেন ৭ উইকেট। সানির তোপের মুখে পড়ে ঢাকা বিভাগের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২০৬ রানেই। বোলারদের গড়ে দেওয়া ভীত দারুণভাবে কাজে লাগিয়েছে মেট্রোর ব্যাটসম্যানরাও। দিন শেষে চার উইকেট হারিয়ে তারা করেছে ৩১২ রান। ১৮৬ রানের হার না মানা ইনিংস খেলেছেন ওপেনার সাদমান ইসলাম। ৪৯ রান করেছেন মোহাম্মদ আশরাফুল।

রাজশাহীতে স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বিধ্বস্ত হয়েছে রংপুর বিভাগ। রাজশাহী বিভাগের কাছে গতকাল তারা অলআউট হয়েছে মাত্র ১৫১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন নাঈম ইসলাম। আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি। তিনটি করে উইকেট নিয়েছেন রাজশাহী ফরহাদ রেজা ও মহর শেখ। শফিউল নিয়েছেন দুই উইকেট।  রংপুরকে গুড়িয়ে দেওয়ার পর রাজশাহী ২ উইকেট হারিয়ে করেছে ৪১৯ রান। সেঞ্চুরি করেছেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান। তাদের ওপেনিং জুটিতে এসেছিল ৩১১ রান। নাজমুল ১৭৩ রান করে আউট হয়েছেন। মিজানুরের ব্যাট থেকে এসেছে ১৬৫ রান। খুলনা বিভাগের বিরুদ্ধে ২৯৯ রানে অলআউট হয়েছে বরিশাল। সর্বোচ্চ ৭৪ রান করেছেন নুরুজ্জামান। এছাড়া শাহরিয়ার নাফিস ৪১, সোহাগ গাজী ৩৮ এবং ৩০ রান করেছেন শামসুজ্জামান। খুলনার বোলার আল-আমিন হোসেন ও আবদুর রাজ্জাক ৩টি করে উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজও ২ উইকেট শিকার করেছেন। বোলাররা দারুণ পারফর্ম করলেও সুবিধা করতে পারেননি খুলনার ব্যাটসম্যানরা। গতকাল তারা ৬ উইকেটে করেছে ১৯৯ রান। সর্বোচ্চ ৭২ রান করেছেন জাতীয় দলের তারকা মোহাম্মদ মিথুন। জিয়াউর রহমান ৪৬ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া সৌম্য সরকার ৩৩ এবং ৩১ রান করেছেন তুষার ইমরান। বরিশালের বোলার কামরুল ইসলাম রাব্বি ও সোহাগ গাজী দুটি করে উইকেট নিয়েছেন। কক্সবাজারে সাদিকুর ইসলামের সেঞ্চুরিতে সিলেট বিভাগের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করেছে চট্টগ্রাম বিভাগ। সাদিকুর খেলেছেন ১০৬ রানের ইনিংস। ৮৪ রান করেছেন ইয়াসির আলী। মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৪৩ রান। বোলার শাহনুর নিয়েছেন ৩ উইকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর