শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আর্জেন্টিনার দিনে ফ্রান্সের হোঁচট

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার দিনে ফ্রান্সের হোঁচট

গোলের পর আর্জেন্টিনার উল্লাস —এএফপি

লিওনেল মেসি নেই। আর্জেন্টিনা দলে তিনি আর ফিরবেন কিনা এ নিয়েও সংশয় রয়েছে। বিশ্বকাপে ব্যর্থতার পরই দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কেমন জানি ছন্নছাড়া হয়ে পড়েছিল। অবশেষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে দেখা গেল স্বরূপে। একপেশে লড়াইয়ে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এশীয় ফুটবলে অন্যতম শক্তিশালী দেশ ইরাককে। ম্যাচে আর্জেন্টিনা পরিষ্কার ফেবারিট ছিল। তবু জয়ের ব্যাপারে কেউ নিশ্চিত ছিলেন না। কেননা দুর্বল প্রতিপক্ষের কাছে আলবিসেলেস্তাদের সাম্প্রতিক সময়ে পেরে ওঠাটা মুশকিল হয়ে পড়েছে।

প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে শুরু থেকেই স্বাগতিক ইরাককে দিশাহারা করে রাখে আর্জেন্টিনা। ১৮ মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে রাখেন মার্টিনেস। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন জুভেন্টাস তারকা দিবালা। সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে গতি আরও বাড়িয়ে দেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রবার্তো পেরেইরা। দিবালার কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে বল পাঠান তিনি। ৮২ মিনিটে সালভিও দুর্দান্ত হেডে গোল করলে আর্জেন্টিনার বিজয় নিশ্চিত হয়। ইনজুরি টাইমে ব্যবধান ৪-০ করেন সেরভি।

সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সহজভাবে জয় পেলেও প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে নিশ্চিত হার থেকে বেঁচে গেছে ফ্রান্স। ২-২ গোলে তারা আইসল্যান্ডের সঙ্গে ড্র করেছে। ম্যাচে ৩০ মিনিটে বিয়ারনাসনের গোলে এগিয়ে যায় আইসল্যান্ড। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরনাসন। শেষ পাঁচ মিনিটেই নাটকীয়ভাবে ড্র করে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ৮৫ মিনিটে এমবাপ্পের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে আইসল্যান্ডের ইয়োন ফসনের বুকে লেগে বল জালে জড়ায়। ৯০ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান এমবাপ্পে। এদিকে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ৪-১ গোলে হারায় ওয়েলসকে।

সর্বশেষ খবর