শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

হাসপাতাল ছাড়লেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

হাসপাতাল ছাড়লেন সাকিব

হাসপাতালে ভর্তি হওয়ার ৭২ ঘণ্টা পর সুখবরটা শুনেছিলেন সাকিব আল হাসান। নিবিড় পর্যবেক্ষণের পর ডাক্তার ডেভিড হোয়েই জানিয়েছিলেন, কনে আঙ্গুলে অস্ত্রোপচার করতে হবে না। তবে আঙ্গুলের সংক্রমণ সারতে সময় লাগবে। আঙ্গুল পুরোপুরি সেরে না উঠলেও সাকিব গতকাল হাসপাতাল ছেড়েছেন। উঠেছেন মেলবোর্নে এক বন্ধুর বাসায়। সেখান থেকে কবে ঢাকায় ফিরবেন এখনো পরিষ্কার নয়। আঙ্গুলের চিকিৎসা করাতে ৫ অক্টোবর মেলবোর্ন উড়ে যান সাকিব। আঙ্গুলে ব্যথা পান জানুয়ারিতে তিন জাতির টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ব্যথা নিয়েই বিশ্বসেরা অলরাউন্ডার নিদাহাস ট্রফি, ওয়েস্ট ইন্ডিজ সফর ও এশিয়া কাপে অংশ নেন। যদিও এশিয়া কাপের ফাইনালসহ তিনটি ম্যাচ খেলেননি আঙ্গুলের ব্যথায়। মাঝপথেই ফিরে আসেন দেশে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর