শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মেয়েদের টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম

ক্রীড়া ডেস্ক

মেয়েদের টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম

মেয়েদের ক্রিকেটে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পর এবার টি-২০ র‌্যাঙ্কিংও চালু করল ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

র‌্যাঙ্কিংয়ে দলের সংখ্যা ৪৬টি। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত। তাদের অবস্থান পঞ্চম। বাংলাদেশের ওপরে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। 

অস্ট্রেলিয়ার পর দুই, তিন আর চার নম্বর জায়গাটি দখলে যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের।

সহযোগী সদস্যদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে স্কটল্যান্ড। তারা আছে ১১ নম্বরে। চলতি বছর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়সহ বেশ কয়েকটি ভালো পারফরম্যান্স দেখানো থাইল্যান্ড জায়গা করে নিয়েছে ১২তম অবস্থানে।

এই তালিকায় আছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, চিলি, পেরু, বেলজিয়াম, ডেনমার্কের মতো বিশ্ব ফুটবল মাতানো দলগুলোও। চীনের মেয়েদের অবস্থান তালিকার ২৫তম স্থানে।

২৭তম স্থানে রয়েছে জাপান। এ ছাড়া আর্জেন্টিনা ২৯তম, জার্মানি ৩২তম, ব্রাজিল ৩৪তম, ফ্রান্স ৩৬তম, ডেনমার্ক ৩৮তম, বেলজিয়াম ৪১তম, চিলি ৪২তম, পেরু ৪৩তম।

সর্বশেষ খবর