শিরোনাম
সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শিরোপাতেই চোখ তাদের

ক্রীড়া প্রতিবেদক

শিরোপাতেই চোখ তাদের

শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু

ঘর আগেই গুছিয়ে নিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল বাফুফের কাছে খেলোয়াড়দের নাম দিয়ে দল বদলের শেষ আনুষ্ঠানিকতাও সেরে ফেলল দেশের জনপ্রিয় ক্লাবটি। এখন লড়াই শুরুর অপেক্ষা। খেলোয়াড়রা দল বদল সেরে বেশ উৎফুল্ল। সবার মুখে এক কথা দলকে ট্রফি উপহার দিতে চাই। ফুটবলে শেখ রাসেলের শক্তিশালী দল গড়া নতুন ঘটনা নয়। শিরোপার লক্ষ্যে প্রতি মৌসুমেই তারা বিগ বাজেটে দল গড়ছে। তবে দুই বছর ধরে চ্যাম্পিয়নের দেখা মিলছে না শেখ রাসেলের।

এবার সব ভুলে হারানো ট্রফি উদ্ধার করতে চায় শেখ রাসেল। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ লাভলু বলেন, ‘ক্লাব চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের নির্দেশনায় আমরা শক্তিশালী দল গড়তে সক্ষম হয়েছি। এবার আমরা তার হাতে শিরোপার ট্রফি তুলে দিতে চাই। যে মানের দল গড়া হয়েছে তাতে শেখ রাসেলের লক্ষ্য সব ট্রফিই। বিশেষ করে আমরা লিগ জিততে মরিয়া হয়ে লড়ব। আশা করি, এবার আমরা সফল হব।’

শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (ক্রীড়া) অভিজ্ঞ সংগঠক সালেহ জামান সেলিম বলেন, ‘ক্লাব চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আমাদের ক্লাবের নিবেদিতপ্রাণ। তার যোগ্য নেতৃত্বে শেখ রাসেল এখন দেশের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয়েছে। গত কয়েক মৌসুমে সাফল্য না এলেও এবার আমরা সাফল্য আনতে প্রতিজ্ঞাবদ্ধ। যে মানের দল গড়া হয়েছে আশা রাখি বিজয় এবার আমরা পাবই।’

সাইফুল বারী টিটু বলেন, ‘শেখ রাসেলের কোচ হতে পেরে আমি গর্বিত। ক্লাবের সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। আমি যা চেয়েছি তাই পেয়েছি। এখন চ্যালেঞ্জে বিজয়ী হতে হবে।’ তিনি বলেন, ‘বেশ কটি ক্লাব শক্তিশালী দল গড়েছে। প্রতিটি আসরই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেখ রাসেল দেশি ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে শক্তিশালী দল গড়েছে। আশা রাখি এরা মাঠে যোগ্যতা প্রদর্শন করে দলকে সেরা ট্রফিটাই উপহার দিতে পারবে।’

আসছে মৌসুমে বসুন্ধরা কিংসে বিশ্বকাপ খেলা ফুটবলার ড্যানিয়েল কলিন ড্রেসকে দেখা যাবে। শেখ রাসেলে বিশ্বকাপের কেউ না এলেও যোগ দিয়েছেন ২০১১-১২ মৌসুমে ইউরোপা লিগ খেলা ব্রাজিলের অ্যালেক্স রাফায়েল। তিনিও জানালেন শিরোপার কথা। ‘ভালো অফার পেয়েই শেখ রাসেলে খেলতে এসেছি। ভালো মানের বেশ কজন ফুটবলার দলে দেখছি। আশা রাখি সবার আন্তরিকতায় শেখ রাসেল ট্রফি উপহার দিতে পারবে।’ দেশসেরা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বলেন, ‘চ্যালেঞ্জে জিততেই হবে। শেখ রাসেলকে বিজয় উৎসবে মাতাতে চাই।’ গতকাল মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদও বাফুফে ভবনে দল বদলের কাজ সম্পন্ন করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর