সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে চায় সাইফ স্পোর্টিং

ক্রীড়া প্রতিবেদক

ঘুরে দাঁড়াতে চায় সাইফ স্পোর্টিং

গেল মৌসুমে পেশাদার লিগে অভিষেক হয়েছিল সাইফ স্পোর্টিংয়ের। লক্ষ্য ছিল প্রতিটি আসরেই ট্রফি জয়। কিন্তু কথা ও বাস্তবে মিল খুঁজে পাওয়া যায়নি। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে গ্রুপপর্ব থেকে বিদায়। লিগে নিবন্ধন করে এএফসি কাপ খেলে তৃপ্তির ঢেঁকুর তুলেছিল সাইফ পাওয়ার টেকই এ ক্লাবটি।

ব্যর্থতা ঘুচিয়ে এবার ঘুরে দাঁড়াতে চায় সাইফ স্পোর্টিং। গতকাল নতুন মৌসুমে ৩২ ফুটবলারকে নিবন্ধনের মাধ্যমে দল বদলের আনুষ্ঠানিকতা ছেড়েছে তারা। গতকাল দুপুরে দল বদল সম্পন্ন করে সাইফ স্পোর্টিং। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়াকে দলে পেয়েছে তারা। নেতৃত্বে তিনি যে থাকছেন তা নিশ্চিতই বলা যায়। জামাল জানালেন তার প্রত্যাশার কথা। ‘সাইফ স্পোর্টিং তারুণ্যনির্ভর দল গড়েছে বেশি সিনিয়ররা নেই।’

এই তরুণদের দিয়ে ভালো কিছু করার আশা রাখি। দলের মধ্য ও রক্ষণভাগকে শক্তিশালী উল্লেখ করে জামাল বলেন, ‘আমি, শাহেদ, আল আমিনসহ বেশ কজন মিডফিল্ডার রয়েছে। রক্ষণে আছে রহমত মিয়াসহ ভালো কয়েকজন তরুণ। আমার বিশ্বাস মাঠে তারা নিজেদের প্রমাণের চেষ্টা করবে।,

সাইফ স্পোর্টিংয়ে সর্বশেষ জাতীয় দলের খেলোয়াড় আছেন জামালসহ চারজন। অন্য তিনজন হচ্ছেন রহমত মিয়া, ফরোয়ার্ড জাফর ইকবাল ও জাভেদ। চারজন বিদেশিই রেজিস্ট্রেশন করিয়েছে ক্লাবটি।

সর্বশেষ খবর