সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তিন দিনেই জিতল ভারত

ক্রীড়া ডেস্ক

প্রথম ইনিংসে সমানে সমান লড়াই করেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। ভারতীয় পেসার উমেশ যাদবের সুইং ও গতিতে নাকাল হয়ে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে। জয়ের জন্য ভারতের দরকার দাঁড়ায় ৭২ রান। দুই ওপেনার পৃথ্বী শাহ ও লোকেশ রাহুল অপরাজিত থেকে ১০ উইকেটের আকাশসম জয় উপহার দেন দেশকে। তখনো টেস্টের বাকি দুই দিন। দুই টেস্ট সিরিজের দুটিই জিতে নিয়েছে স্বাগতিক ভারত। প্রথমটি জিতেছিল আরও বড় ব্যবধানে ইনিংস  ও ২৭২ রানে। অভিষেকেই সিরিজ সেরা হয়েছেন ১৯ বছর বয়সী তরুণ পৃথ্বী। দুর্দান্ত বোলিং করে ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন উমেশ যাদব। ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় পেসার হিসেবে ১০ উইকেট নিয়েছেন যাদব। 

আগের দিনের ৪ উইকেটে ৩০৮ রান নিয়ে দিন শুরু করে ভারত। কিন্তু জেশন হোল্ডারের গতিতে আর মাত্র ৫৯ রান তুলেই ৩৬৭ রানে গুটিয়ে যায় কোহলি বাহিনী। সেঞ্চুরির আশা জাগিয়ে পারেননি তিন অঙ্কের ম্যাজিক্যাল ইনিংস ছুতে আজিঙ্কা রাহানে ও রিশাভ পান্ত। রাহানে বিদায় নেন  ৮০ রানে। আগের টেস্টে ৯২ রান করা পান্ত এবারও ফিরেন ৯২ রানে। হোল্ডারের বিধ্বংসী বোলিংয়ে ভারত শেষ ৫ উইকেট হারায় মাত্র ২৫ রানে। ৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই বিধ্বস্ত হয় ক্যারিবীয়রা। অলআউট হয় মাত্র ১২৭ রানে। ভারতের টার্গেট দাঁড়ায় ৭২ রান। সেটা ১৬.১ ওভারেই তুলে নেয় পৃথ্বী ও রাহুল ৩৩ রানে অপরাজিত থেকে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর