মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতির অভিযোগ জয়সুরিয়ার বিরুদ্ধে

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার এবং সাবেক প্রধান নির্বাচক সনাৎ জয়সুরিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ১৯৯৬ এর বিশ্বকাপ জয়ী লঙ্কান দলের এই তারকার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। ১৪ দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। জয়সুরিয়ার বিরুদ্ধে অভিযোগ তিনি আইসিসির দুর্নীতিবিরোধী আইনের দুটি ধারা ভেঙেছেন। ধারা দুটি হচ্ছে— ২.৪.৬ ও ২.৪.৭। প্রথম ধারার আইনে বলা আছে, দুর্নীতিবিরোধী দলের তদন্তে সহযোগিতার ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যা না দিয়ে সহযোগিতা করতে রাজি না হওয়া। দুর্নীতিবিরোধী দলের অনুরোধ করার পরও পরিপূর্ণ তথ্য ও প্রমাণ দিতে ব্যর্থ হলে আইন ভাঙা  হয়েছে বলে ধরা হবে। দ্বিতীয় ধারাটি হচ্ছে— দুর্নীতিবিরোধী দলের তদন্ত কাজে বাধা দেওয়া। তদন্তের কাজে প্রয়োজন কিংবা দুর্নীতি প্রমাণ করা যায় এমন কিছু খুঁজে পাওয়া যেতে পারে, এমন তথ্য-প্রমাণাদি নষ্ট করা, লুকানো কিংবা তা ক্ষতিগ্রস্ত করা।

গতকাল আইসিসি এক বিবৃতির মাধ্যমে জয়সুরিয়ার আইন ভাঙার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাতে সুনির্দিষ্ট করে বলা হয়নি কিছু।

 

সর্বশেষ খবর