বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অদম্য ফ্রান্সের কাছে জার্মানির হার

ক্রীড়া ডেস্ক

অদম্য ফ্রান্সের কাছে জার্মানির হার

উয়েফা নেশন্স লিগে দারুণ জয় পেয়েছে ফরাসিরা। গত মঙ্গলবার গভীর রাতে ফ্রান্সের মাটিতে ম্যাচের মাত্র ১৪তম মিনিটেই পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। এরপরও ম্যাচটা তারা ২-১ গোলে হেরে যায়। দ্বিতীয়ার্ধে ম্যাজিক্যাল ফুটবল খেলে জয় তুলে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আঁতোয়ান গ্রিজমানের ডাবলে দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরে ফরাসিরা। এ জয়ে উয়েফা নেশন্স লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লিগ ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল ফ্রান্স। পরের ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করলেই লিগ ফাইনালে খেলতে পারবে ফরাসিরা। ম্যাচের ১৩তম মিনিটে ডি বক্সে হ্যান্ডবল করেন প্রেসনেল কিমপেম্বে। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। টনি ক্রুজ গোল করতে কোনো ভুল করেননি। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া জার্মানির সঙ্গে প্রথমার্ধে আর কোনোভাবেই সমানতালে লড়তে পারেনি ফরাসিরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধেই গতিপথ বদলে যায়। ৬২তম মিনিটে ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান গোল করে দলকে সমতায় ফেরান। লুকাস হার্নান্দেজের ক্রসে বল পেয়ে হেডে গোল করেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। ডি বক্সে জার্মানির ম্যাটস হুমেল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করেন আঁতোয়ান গ্রিজম্যান। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। পরাজয়ের পর বেশ ক্ষেপেছেন জার্মান কোচ জোয়াকিম লো। ফ্রান্সকে দেওয়া পেনাল্টিটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। তবে দল পরাজিত হলেও শিষ্যদের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট জার্মান কোচ। তিনি বলেন, ‘আমি ফলাফলে খুবই হতাশ। তবে দলের পারফরম্যান্সে খুবই খুশি আমি।’ লো অবশ্য বলতে ভুললেন না, পরাজয়টা জয়েও পরিণত হতে পারতো। এদিকে পিছিয়ে পড়েও জয় পাওয়ায় ফ্রান্স অধিনায়ক হুগো লরিস দারুণ খুশি। তিনি বলেন, ‘আমরা মন খুলে খেলতে শুরু করার পরই ম্যাচটার গতিপথ বদলে যায়।’ দলের এই লড়াকু মানসিকতার খুবই প্রশংসা করেন তিনি। এদিকে গত মঙ্গলবার উয়েফা নেশন্স লিগে জয় পেয়েছে ইউক্রেন। তারা ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। এছাড়াও নরওয়ে ১-০ গোলে বুলগেরিয়াকে, ওয়েলস ১-০ গোলে আয়ারল্যান্ডকে, জিব্রালটার ২-১ গোলে লিচটেনস্টেইনকে, কাজাখস্তান ৪-০ গোলে অ্যান্ডোরাকে এবং আরমেরিয়ান ৪-০ গোলে মেসিডোনিয়াকে পরাজিত করেছে। তবে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্লোভেনিয়া-সাইপ্রাস।

সর্বশেষ খবর