বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অবিশ্বাস্য জয়!

ক্রীড়া ডেস্ক

অবিশ্বাস্য জয়!

ইতিহাসের পাতায় লিখে রাখার মতো জয়। ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো জয়। তাই আর দেরি করেননি ম্যাকফারলিন, ট্যাবি সাভিলে, স্যাম বেটস, ডারসি ব্রাউন। রেকর্ড লেখা স্কোর বোর্ডের সামনে দাঁড়িয়ে তাই পটাপট ছবি তুলে ফেলেন চার মহিলা ক্রিকেটার। ছবিটি কেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো? এই চার ক্রিকেটার খেলেন অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে। চারজনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে ৫৭১ রানের আকাশসম জয় পেয়েছে নর্দার্ন ডিস্ট্রিক্টস। যা মেয়েদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়। নর্দার্নের ৩ উইকেটে ৫৯৬ রানের জবাবে প্রতিপক্ষ পোর্ট অ্যাডিলেড গুটিয়ে যায় মাত্র ২৫ রানে। একতরফা ম্যাচটি হয়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসএসিএ) আয়োজিত মেয়েদের প্রিমিয়ার ক্রিকেটে। গত রবিবার পোর্ট অ্যাডিলেডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ৫৯৬ রান করে নর্দার্ন ডিস্ট্রিক্টস। একজন নয়, সেঞ্চুরি করেন চার চারজন। সেঞ্চুরি করেছেন ম্যাকফারলিন ৮০ বলে ১৩৬, ট্যাবি সাভিলে ৫৬ বলে ১২০, স্যাম বেটস ৭১ বলে ১২৪ ও ডারসি ব্রাউন খেলেছেন ৮৪ বলে ১১৭ রানের ইনিংস খেলেন। অতিরিক্ত খাত থেকে এসেছে ৮৮ রান। যার ৭৫টি হলো ওয়াইড। অর্থাৎ পোর্ট অ্যাডিলেড ৫০ ওভারের ম্যাচে অতিরিক্ত সাড়ে ১২ ওভার বোলিং করেছে। নর্দার্ন ডিস্ট্রিক্টেসের স্কোরটি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ। কিন্তু বিশ্বে পঞ্চম। সর্বোচ্চ স্কোর দক্ষিণ আফ্রিকার মপুমালাঙ্গার। দলটি ২০১০-১১ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় ৫০ ওভারের ম্যাচে ১ উইকেটে ৬৯০ রান তুলেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের। গত জুনে আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান করেছিল। ৫৯৭ রানের টার্গেটে খেলতে নেমে পোর্ট অ্যাডিলেডের ইনিংস গুটিয়ে যায় ১০.৫ ওভারে মাত্র ২৫ রানে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর