বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা কিংস ফুটবল উৎসব

ক্রীড়া প্রতিবেদক

আজ থেকে শুরু হচ্ছে বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্তার পঞ্চম আসর। ১০ দিনব্যাপী এই টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হতে ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো টার্ফে। বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং অ্যাডেক্স গ্রুপের সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করছে লিও এন্টারটেইনমেন্ট। বসুন্ধরা কিংস কর্পোরেট ফুটবল ফিয়েস্তার এবারের আসরে ২০টি দল অংশগ্রহণ করছে। এদের মধ্যে ১২টি দল অংশগ্রহণ করছে কর্পোরেট মাস্টার্স ক্যাটাগরিতে। এছাড়াও বাকি আটটি দল নতুন ফরম্যাট কর্পোরেট ওপেন খেলবে। এই ফরম্যাটের দলগুলো নিজেদের কোম্পানির বাইরের ফুটবলারও দলে নিতে পারবে। অবশ্য পেশাদার ফুটবলার নেওয়া যাবে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এই ফুটবল উৎসব নিয়ে বলেছেন, ‘আমরা এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হতে পেরে আনন্দিত। বসুন্ধরা সব সময় চেষ্টা করছে ফুটবলকে সর্বত্র ছড়িয়ে দিতে। পেশাদার ফুটবলের বাইরে যে অপেশাদার খেলোয়াড়দের কমিউনিটি আছে তাদেরকে সাপোর্ট করাও আমাদের দায়িত্ব। আমি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানাচ্ছি।’ এই টুর্নামেন্টে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক, ফিউশন স্পোর্টস, লায়লা গ্রুপ এবং পেট্রোম্যাক্স এলপিজি।

সর্বশেষ খবর