শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পরিকল্পনার ছক আঁকছেন রোডস

ক্রীড়া প্রতিবেদক

পরিকল্পনার ছক আঁকছেন রোডস

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে জিম্বাবুয়ে বধের ছক কষছেন টাইগার কোচ স্টিভ রোডস —বাংলাদেশ প্রতিদিন

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে নেই দলের সেরা দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই কোচের জন্য একাদশ গঠন করা কঠিন। কিন্তু এটাই এখন বাস্তবতা। তাই সাকিব-তামিমকে ছাড়াই পরিকল্পনা করছেন কোচ স্টিভ রোডস।

হঠাৎ করে দলের সেরা দুই ক্রিকেটারের অভাব পূরণ করা নিঃসন্দেহ কঠিন কাজ। তবে তরুণদের ওপরও ভরসা আছে কোচের। সে কারণেই কিনা সাকিব-তামিমের অনুপস্থিতিতে তরুণদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন রোডস, ‘আমি তো এখানে বেশ কিছু ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। এটা অন্যদের জন্য বড় সুযোগ। যদি তারা এই সুযোগটা নিতে পারে, নিজেদের প্রদর্শন করতে পারে সেটা খুবই ভালো হবে। আমি চাই তারা প্রতিদ্বন্দ্বিতা করুক এবং নিজেদের সেরা খেলাটাই উপহার দিক।’

দুই সেরা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেছে। দারুণ লড়াইও করেছে বোলারদের কারণে। কিন্তু ব্যাটিংয়ে বড় স্কোর গড়ার একটা দারুণ সুযোগ ছিল। সেটা হয়নি। ব্যাটিং লাইন আপে তামিম-সাকিবের অভাবটা ভীষণভাবে অনুভূত হয়েছে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচের ব্যাটিং সম্পর্কে কোচ বলেন, ‘উদ্বোধনী জুটিতে ১২০ রানের দারুণ একটা পার্টনারশিপ হয়েছিল। আমরা সব সময় চেয়েছিলাম শুরুটা ভালো করতে। তবে আমাদের বোলাররা দারুণ করেছে। তবে এমন তো নয় যে সব ম্যাচেই বোলাররা ভালো করবে।’

এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নিয়েই শিষ্যদের শাণিত করছেন স্টিভ রোডস। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে যাতে একই ভুল আর না হয়। তা ছাড়া জিম্বাবুয়েকে দুর্বল হিসেবেও ভাবার কোনো কারণ নেই বলে মনে করেন কোচ, ‘জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে মোটেও সুবিধা করতে পারেনি। নাস্তানাবুত হয়েছে। কোনো দলই এমনটা প্রত্যাশা করে না। তাই আমার কাছে মনে হচ্ছে, তারা জয়ের জন্য খুবই ক্ষুধার্ত। তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করবে। আমি জিম্বাবুয়েকে কঠিন দল হিসেবেই দেখতে পাচ্ছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাজেভাবে হারার পর তারা চাইবে আমাদের বিরুদ্ধে ভালো কিছু করে দেখাতে। তবে আমরাও সতর্ক। ভালো ক্রিকেট খেলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যদিও আমাদের সেরা দুই ক্রিকেটার নেই। তবে নিজের কাজটা ভালোভাবেই করার চেষ্টা করবো। প্রতিপক্ষকে নিয়ে ভীত নই।’ ঘরের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে দরকার স্পিনে জাদু! সাকিবের অভাব পূরণ না হলেও খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় বলে মনে করেন কোচ, ‘নাজমুল অপু খুবই উঁচু মানের বোলার। সংক্ষিপ্ত ফরম্যাটে সে তার সক্ষমতা দেখিয়েছে। যদি অপু দলে থাকে তবে দুজনই সেরা স্পিনারকে আমরা পাব। মাহমুদুল্লাহও দারুণ স্পিন করেন। যদি ফজলে রাব্বি খেলেন, সেও অনেক ভালো বোলার। এটা ঠিক যে সাকিবের অভাব পূরণ হওয়ার মতো নয়, সে যেমন ভালো বোলার, তেমন ভালো ব্যাটসম্যান। ফিল্ডার হিসেবেও অসাধারণ।’

পেস অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন সাইফুদ্দিন। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি তিনি মুস্তাফিজ, মাশরাফিকে দারুণ সঙ্গ দিতেও পারবেন বলে মনে করেন স্টিভ রোডস, ‘সাইফুদ্দিন খুবই ভালো অলরাউন্ডার। অনেক ভালো পারফর্ম করার সামর্থ্য তার আছে। সে একজন পরীক্ষিত ক্রিকেটার। সে দল থেকে বাদ পড়ে আবার ফিরে এসেছে। আমি তার কাছ থেকে অনেক ভালো ক্রিকেট আশা করি।’

এশিয়া কাপে দলের সঙ্গে থাকলেও খেলার সুযোগ পাননি আরিফুল। দেশে ফিরেই জাতীয় লিগের প্রথম ম্যাচে দারুণ এক ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। তার দিকেও দৃষ্টি আছে কোচের। দল থেকে বাদ পড়া মুমিনুল, সৌম্যর কথাও মাথায় আছে স্টিভ রোডসের, ‘দল থেকে বাদ পড়া যেকোনো ক্রিকেটারের জন্যই হতাশার। তবে আমি মনে করি না সৌম্য-মুমিনুল হতাশ হবেন। তারা খুবই ভালো ক্রিকেটার। জাতীয় লিগে সৌম্য দুটি ৭০ প্লাস স্কোর এবং ৫ উইকেটও নিয়েছেন। তারা আবার ফিরবে!’

সর্বশেষ খবর