শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আরও একটি সেঞ্চুরি তুষারের

ক্রীড়া প্রতিবেদক

আরও একটি সেঞ্চুরি তুষারের

ব্যাট হাতে নামলেই সেঞ্চুরি করছেন তুষার ইমরান। সেঞ্চুরি যেন ডাল ভাত হয়ে পড়েছে এই ডান হাতি ব্যাটসম্যানের। জাতীয় দলে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার সবার আগে ১১ হাজার রানের মাইলফলক গড়েছেন। শুধু তাই নয়, তার সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেটে খুলনা ড্র করেছে রংপুরের সঙ্গে। সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিসও। জাতীয় দলের সাবেক ওপেনারের সেঞ্চুরিতে ড্র হয়েছে বরিশাল-রাজশাহী ম্যাচ। ড্র হয়েছে ঢাকা মেট্রোপলিটন-চট্টগ্রাম ম্যাচ। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন তুষার। তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে সেঞ্চুরির সংখ্যা ৩১। তার সেঞ্চুরিতে খুলনা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৩৪ রান করে ইনিংস ঘোষণা করে। আগের দিনের ৬৩ রান নিয়ে খেলতে নেমে প্রথম সেশনেই তুলে নেন সেঞ্চুরি। চলতি আসরে টানা তিন ম্যাচে এটা তার তৃতীয় সেঞ্চুরি। স্ট্যাম্পড হওয়ার আগে তুষার ১০৩ রানের ইনিংস খেলেন ১৭৬ বলে ৮ চারে। খুলনা ৩২৪ রানের টার্গেট ছুড়ে দেয় রংপুরকে। জবাবে রংপুর ১ উইকেটে ৯১ রান সংগ্রহ করার দুই অধিনায়ক ড্র মেনে নেন। হাফসেঞ্চুরি ও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব পাওয়া সৌম্য সরকার। নয় বছর পর বরিশালে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ হলো। বৃষ্টিতে প্রথম দুদিন খেলা হয়নি। শেষ দুই দিন খেলা হলেও ড্রয়েই শেষ হয়েছে। তবে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস। শাহরিয়ার সেঞ্চুরি করলেও ম্যাচসেরা হয়েছেন মুক্তার আলী। বৃষ্টিস্নাত ম্যাচের তৃতীয় দিন ১৯ উইকেটের পতন হয়। বরিশালের ১৩৩ রানের জবাবে রাজশাহীর ইনিংস থেমে যায় ১৫৫ রানে। ২২ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে বরিশাল দ্বিতীয় ইনিংসে শাহরিয়ারের সেঞ্চুরিতে সংগ্রহ করে ৭ উইকেটে ২২৯ রান। শাহরিয়ার ১০২ রানের ইনিংস খেলেন ১৬১ বলে ১২ চার ও ৩ ছক্কায়।

সর্বশেষ খবর