শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জন্মদিনে শেখ রাসেলকে স্মরণ

ক্রীড়া প্রতিবেদক

জন্মদিনে শেখ রাসেলকে স্মরণ

বনানীতে কবর জিয়ারত করছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালকরা —বাংলাদেশ প্রতিদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন ছিল গতকাল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে শিশু রাসেলকেও নৃশংসভাবে হত্যা করা হয়। দিনভর কর্মসূচিতে দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র তার জন্মদিন উদযাপন করে।

সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৯৭৫ সালে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ রাসেলের পরিচালকরা। এরপর বনানী কবরস্থান জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল হয়। পরে বসুন্ধরা আবাসিক এলাকায় শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরিচালকদের সঙ্গে এ দোয়া মাহফিলে ক্লাবের ফুটবলাররা অংশ নেন। বাদ জোহর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু বাসভবন সংলগ্ন সোবহানবাগ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়। অসংখ্য মুসল্লি এতে অংশ নেন। পরে দুস্থদের মধ্যে তবারকও বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে শেখ রাসেল ক্রীড়া চক্রের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, ডাইক্টের (ক্রীড়া) সালেহ জামান সেলিম, আবদুল লতিফ, শাহজাহান কবির, এস এম জাহাঙ্গীর, হাবিবুর রহমান খান মান্নু, খলিলুর রহমান, জাকির হোসেন, ওয়াসিউর রহমান, শাহআলম, খবির হোসেন সিকদার মিঠু ছাড়াও স্থায়ী সদস্য বেলায়েত হোসেন বেপারী ও উদুদ খোকন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর