শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাকিব-তামিম না থাকায় জিম্বাবুয়ের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের সিরিজে সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল নেই। দুই তারকা ক্রিকেটারের না থাকাটা জিম্বাবুয়ের জন্য বড় স্বস্তি। কোনো রাখ-ঢাক না করে জিম্বাবুয়ের ক্রিকেটার কাইল জার্ভিস গতকাল মিডিয়াকে সরাসরি বলেই দিলেন সে কথা, ‘তারা দু’জন খুবই ভালো খেলোয়াড়। সাকিব বিশ্বের অন্যতম সেরা। তারা দলে না থাকায় সবাই কিছুটা স্বস্তি পাচ্ছে।’

বাংলাদেশ দল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারতের মতো বড় প্রতিপক্ষকে সিরিজে হারিয়েছে। টাইগারদের কাছে হার মানতে হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকেও। তাই ঘরের মাঠে বাংলাদেশকে ভয়ই পাচ্ছে জিম্বাবুয়ে, ‘বাংলাদেশ খুবই কঠিন প্রতিপক্ষ। ঘরের মাঠে তো তাদের হারানো আরও কঠিন। তারা এখানে বিশ্বের সবাইকেই হারিয়েছে। সুতরাং এখানে জেতা আমাদের জন্য কঠিন হবে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।’ বাংলাদেশে আসার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। তবে টাইগারদের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন জার্ভিস, ‘দক্ষিণ আফ্রিকায় খুব কঠিন সফর ছিল। তবে আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এসেছি। সেই ইতিবাচক মানসিকতার মধ্যে আছে ম্যাচ জেতা। অনেক বড় প্রেরণার বিষয় হচ্ছে রাজা (সিকান্দার) ফিরেছেন। আমার মনে হয় আমাদের ভালো সুযোগ আছে।’

২১ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বিকেএসপিতে বিসিবি একাদশের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আজকের ম্যাচটি এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জিম্বাবুয়েকে সহায়তা করবে বলে মনে করেন জার্ভিস, ‘এটা খুবই ভালো কন্ডিশনের সঙ্গে মানিয়ে ওঠার জন্য। তাপমাত্রা ও আর্দ্রতার সঙ্গে খাপ খাওয়াতে সুবিধা দেবে। দক্ষিণ আফ্রিকায় আমাদের ভিন্ন লেন্থে বল করতে হয়েছে। কিন্তু এখানে অনেকটাই কম বাউন্স থাকবে। এ কারণে প্রথম ওয়ানডের আগে অনুশীলন ম্যাচটা খেলা খুবই কার্যকর।’

সর্বশেষ খবর