শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইতিহাসের বড় জয় পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

ইতিহাসের বড় জয় পাকিস্তানের

আরও একটি উইকেট। উচ্ছ্বসিত মোহাম্মদ আব্বাস

তৃতীয় দিনেই টেস্ট হেলে পড়েছিল পাকিস্তানের দিকে। জয়ের জন্য শুধু ক্ষণ গুনছিল দেশটির ক্রিকেটার ও সমর্থকরা। তবে আড়ালে ভয়ও কাজ করছিল দেশটির ক্রিকেটারদের। দুবাইয়ে আগের টেস্টে জয়ের দ্বারপ্রান্তে থেকেও জয় পায়নি। হারের দ্বারপ্রান্তে থাকা অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য ড্র উপহার দিয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ওসমান খাজা ও টিম পেইন। তাই ভয় পাচ্ছিল পাকিস্তান। কিন্তু ক্যারিয়ারের ১০ নম্বর টেস্ট খেলতে নামা মোহাম্মদ আব্বাস ছিলেন আত্মবিশ্বাসী। গতির সঙ্গে সুইংয়ের অবিশ্বাস্য মিশেলে অস্ট্রেলিয়াকে একাই গুঁড়িয়ে দিয়েছেন আব্বাস। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া আব্বাসের বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তান ৩৭৩ রানে আকাশসম ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। নিজ দেশের ক্রিকেট ইতিহাসে রানের হিসাবে এটা পাকিস্তানের সবচেয়ে বড় জয়। এর আগের বড় জয়টিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালে, আবুধাবিতে ৩৫৬ রানে। রেকর্ড গড়া জয়ে সিরিজও জিতে নিয়েছে সরফরাজ আহমেদের দলটি। 

জিততে হলে ৫৩৮ রান করতে হতো সফরকারী অস্ট্রেলিয়াকে। এ জন্য স্টিভ স্মিথ, ডেবিড ওয়ার্নারদের ছাড়া অসিদের গড়তে হতো নতুন বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেট চতুর্থ ইনিংসে ৪১৮ রান তাড়া করে জয় পাওয়ার সর্বোচ্চ রেকর্ড। বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দেখানো টেস্টটির তৃতীয় দিন ১ উইকেটে ৪৭ রান তুলে অস্ট্রেলিয়া। গতকাল কোনো রকমে লাঞ্চ সেশন পার করলেও খুব বেশি দূর এগোতে পারেনি। আব্বাসের বিধ্বংসী বোলিংয়ে গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। তা আবার চতুর্থ দিন চা বিরতির আগেই। সব মিলিয়ে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে খেলেছে ৪৯.৪ ওভার। ১ উইকেটে ৪৭ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ার ইনিংস গুঁড়িয়ে দেন আব্বাস। গতকালের প্রথম উইকেট ছিল ৩৬ রান করা ট্রাভিস হেডকে সাজঘরে ফেরত পাঠিয়ে। এরপর একে একে মিচেল মার্শ (৫), অ্যারন ফিঞ্চ (৩১), টিম পেইন (০), লাবোচানের (৪৩) উইকেট তুলে সফরকারীদের মেরুদণ্ড ভেঙে দেন আব্বাস। আব্বাসের শুরুর পর অসিদের লেজ গুটিয়ে দেন লেগ স্পিনার ইয়াসির শাহ। ম্যাচসেরা আব্বাসের উইকেট ১০টি। ১০ টেস্ট ক্যারিয়ারে এটাই প্রথম দশ বা ততধিক উইকেট আব্বাসের। আর একযুগ পর কোনো পাকিস্তানি পেসার টেস্টে ১০ উইকেট পেলেন।

সর্বশেষ খবর