রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘জয়ের ভালো সুযোগ আছে’

ক্রীড়া প্রতিবেদক

‘জয়ের ভালো সুযোগ আছে’

হ্যামিল্টন মাসাকাদজা

এক যুগ আগেও বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে একের পর এক হারতো। এখন ঠিক উল্টো। বাংলাদেশই একের পর এক ম্যাচে জয় পাচ্ছে, হারছে জিম্বাবুয়ে।

টাইগাররা সব শেষ এশিয়া কাপে খেলেছে। সেখানে পাকিস্তান শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল। অন্য দিকে জিম্বাবুয়ে তাদের আগের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের ফল মাথায় রাখতে চায় না জিম্বাবুয়ে। তারা আজ জয়ের জন্যই খেলতে নামছে। গতকাল প্রেস কনফারেন্সে জিম্বাবুয়ের তারকা হ্যামিল্টন মাসাকাদজা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা ভালো সময় কাটাই এটা সত্য। কিন্তু আমরা এখন সামনে তাকাতে চাই। আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছি। এই সিরিজ থেকে কি অর্জন করতে পারি সেটাই আমাদের করণীয়। বাংলাদেশে আমরা আগেও অনেক ম্যাচ খেলেছি। এখানকার কন্ডিশনও পরিচিত। জয়ের ভালো সুযোগ আছে।’

একদিন আগেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে বাজেভাবে হেরেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তারপরও আজকের ম্যাচে মাসাকাদজাদের ভয় বাংলাদেশের স্পিনারদের নিয়ে। যদিও সাকিব আল হাসান না থাকায় বেশ স্বস্তিতে আছে। মাসাকাদজা বলেন, ‘উপমহাদেশের মাটিতে সব সময়ই স্পিন বড় ভূমিকা পালন করে। আমরা স্পিন মোকাবিলা করার প্রস্তুতি নিয়েই এসেছি। আমি মিরাজকে বেশি পাইনি। তবে তার বোলিং দেখেছি। সে কি করতে পারে তা সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছি। ’ মাসাকাদজার বিশ্বাস ওয়ানডে সিরিজে তীব্র প্রতিদ্বন্দ্ব্বিতা হবে, ‘আমরা এখানকার সব কিছু সম্পর্কে অবগত। যদিও গত কয়েক বছরে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। বিশেষ করে তাদের ঘরের মাঠে। তারপরও আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে। সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর