রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

একি পরিণতি রিয়ালের

ইউরোপিয়ান লিগ

ক্রীড়া ডেস্ক

একি পরিণতি রিয়ালের

ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদ যেন দেউলিয়া হতে চলেছে। লেভান্তের কাছে ১-২ গোলে হেরে সমর্থকদের আবারও বেদনায় ভাসাল তারা। শেষ পাঁচ ম্যাচে স্পেনের এই সফলতম ক্লাবের এটি টানা তৃতীয় ও মোট চতুর্থ হার। অন্যটি ড্র। এর মধ্যে তিন পরাজয় লা লিগায়। গতকাল রিয়াল এতটা বিবর্ণ ছিল যে, ১৩ মিনিটের মধ্যেই ২ গোল খেয়ে বসে। ৬ মিনিটে কোনাকুনি শটে গোল করেন নেভান্তের লুইস মোরসেন। ১৩ মিনিটে পেনালটি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রজের মার্তি। ৭১ মিনিটে মার্সেলো শুধু ব্যবধান কমাতে সক্ষম হয়েছেন। পরাজয় এড়ানো সম্ভব হয়নি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ২-২ গোলে ড্র করেছে। ২১ মিনিটে রুডিগার গোলে চেলসি এগিয়ে যায়। ৫৫ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান মার্সিয়ান। ৭৩ মিনিটে তারই গোলে পিছিয়ে থাকা ম্যানইউ এগিয়ে যায়। ইনজুরি টাইমে চেলসিকে রক্ষা করেন রুডিগার। ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে হারিয়েছে বার্নলিকেকে। বিজয়ী দলে আগুয়েরো, সিলভা, ফের্নান্দিনিয়ো, রিয়াদ ও সানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর