সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

হেরেই চলেছে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

হেরেই চলেছে জিম্বাবুয়ে

খুব বেশি আগের নয়, দুই দশক আগেও বলে কয়ে প্রতিপক্ষ দলগুলোকে হারাতো জিম্বাবুয়ে। দোর্দণ্ড প্রতাপশালী আফ্রিকান প্রতিনিধিরা এখন ক্ষয়িষ্ণু শক্তির দল। টেস্ট খেলুড়ে দেশ। অথচ উপস্থিতি এখন শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ। দুই দশক আগে যে দলটি বাংলাদেশকে হারাতো হেসে খেলে, পরিসংখ্যান বলছে এখন বাংলাদেশের বিপক্ষে দলটি খেলার আগেই হেরে বসে। গতকাল মিরপুরে জিম্বাবুয়েকে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেসে খেলে  ২৮ রানে হারিয়ে নিজেদের পরাক্রমশালী হিসেবে আরও একবার প্রমাণ করল বাংলাদেশ।         

দুই দেশ পরস্পরের প্রতিপক্ষ ৩৯ বছর আগে থেকে। ১৯৭৯ সালে আইসিসি ট্রফি থেকে দুই দল একে অপরের বিপক্ষে খেলছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মুখোমুখি ২১ বছর আগে। ১৯৯৭ সালে কেনিয়ার নাইরোবিতে প্র্রথম মুখোমুখিতে ৪৮ রানে জয়ী ম্যাচটির অধিনায়ক ছিলেন অ্যালিয়েস্টার ক্যাম্পবেল। দুই দশক আগের ক্যাম্পবেল ক্যারিয়ার শেষে এখন পুরোদস্তুর ধারাভাষ্যকার। জিম্বাবুয়ের সোনালি যুগের অধিনায়ক এখন ঢাকায় ধারাভাষ্য দিচ্ছেন চলতি সিরিজের। ওই ম্যাচে খেলেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু এখন প্রধান নির্বাচক। দুজনে দুই দেশের সেরা ক্রিকেটারদের একজন। এক সময় হারের তিক্ত স্বাদ নিয়েছেন নান্নু। এখন সেটা নিচ্ছেন ক্যাম্পবেল। সময়ের চোরাপথে এক সময়কার পরাক্রমশালী জিম্বাবুয়ে এখন ক্ষয়িষ্ণু শক্তির দল। বাংলাদেশ এখন পরাক্রমশালী। দুই দলের শক্তির পার্থক্যে বিস্মিত নন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। নিজ দলের অবনমনের জন্য দুষেছেন পরিকল্পনাহীনতাকে।

২১ বছর আগে শুরু। গতকাল পর্যন্ত ৭০ ওয়ানডেতে বাংলাদেশের জয় ৪২টি। টানা ১১ জয়। টাইগারদের সাফল্যের গ্রাফ দিন দিন উপরে উঠলেও শুরুতে চিত্র ছিল উল্টো। আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে প্রথম ১০ ম্যাচ টানা হেরেছিল বাংলাদেশ। ১১, ১২ নম্বর ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় বেঁচে গিয়েছিল। ২০০৪ সালে ১০ মার্চ জিম্বাবুয়েকে প্রথম হারের তিক্ত স্বাদ দেয় টাইগাররা। ৮ রানে জয়ের ম্যাচের নায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল। ওই ম্যাচের পর দুই দল হেঁটেছে সমানে সমানে। কিন্তু সময় যত গড়িয়েছে, শুধু উৎসব করেছে বাংলাদেশ। মাশরাফিদের বিপক্ষে জিম্বাবুয়ে সর্বশেষ জিতেছিল ২০১৩ সালের ৫ মে। বুলাওয়ের ম্যাচটি আফ্রিকান প্রতিনিধিরা জিতেছিল ৭ উইকেটে। এরপর টানা ১১ ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে। পরিসংখ্যানই বলছে, জিম্বাবুয়ে এখন শুধুই প্রতিপক্ষ।

সর্বশেষ খবর