মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ পাতানো!

ক্রীড়া ডেস্ক

মাস কয়েক আগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিল কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। সেই অভিযোগের রেশ এখনো কাটেনি। এরমধ্যে ফের আরও একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। টিভি চ্যানেলটির সন্দেহ তালিকায় এবার রয়েছে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ। বিস্ময়ের জন্ম দিয়েছে ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচও। চ্যানেলটির সন্দেহের তালিকার ম্যাচগুলো আবার ২০১১ থেকে ২০১২ সালের। গতকাল তাদের আনীত অভিযোগে তোলপাড় গোটা বিশ্ব। আল জাজিরার দাবি ম্যাচগুলোর বিপক্ষে অভিযোগ আনা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে। তালিকার ১৫ ম্যাচের ৫টি ম্যাচ ২০১১ বিশ্বকাপের, ৩টি ২০১২ টি-২০ বিশ্বকাপের এবং ৫টি টেস্ট ম্যাচ।

২০১১ সালের ১১ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ রয়েছে আল জাজিরার সন্দেহের তালিকার ৬ নম্বরে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ২ উইকেটে। টাইগাররা খেলতে নেমেছিল আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউটের লজ্জা নিয়ে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করেছিল ২২৫ রান। সেই রান টপকাতে ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর নবম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম সুহাশ ৫৮ রান যোগ করে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছিলেন দেশকে। ওই ম্যাচ নিয়ে স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে ১৯ ম্যাচের নয়টিতেই ইংল্যান্ডের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে আল জাজিরা। টিভি চ্যানেলটির দাবি স্পট ফিক্সিংয়ে জড়িত ব্যক্তির সঙ্গে আলোচনা করেই তালিকা প্রস্তুত করা হয়েছে। আল জাজিরার সঙ্গে সেই ব্যক্তি ফোনে ও গোপন ক্যামেরার সামনে সরাসরি বলে ম্যাচগুলোর কথা। ওয়ানডে ম্যাচ ছাড়া রয়েছে ২০১১ সালে লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট। টেস্টটি ভারত হেরেছিল ১৯৬ রানের পর্বতসমান ব্যবধানে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ওই টেস্টটিও রয়েছে সন্দেহের তালিকায়।

এর আগে আল জাজিরা যে অভিযোগ এনেছিল, সেটা অস্বীকার করেছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

 

সর্বশেষ খবর