বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কতদূর যাবে বাংলাদেশ

অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নে জাতীয় দলের শিরোপা এরপর ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল সোনা জিতে ছিল। এখানেই থেমে গেছে পুরুষ ফুটবলে অগ্রযাত্রা। তবে যুবারা বিজয় নিশানা উড়িয়ে ছিল ২০১৫ সালে। সিলেটে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় ফাইনালে ভারতকে হারিয়ে। সেই ট্রফি আবার হাতছাড়া হয়ে যায়। ভারত এখন এই আসরে চ্যাম্পিয়ন। আজ নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে আসর গড়াবে। আরেক ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও মালদ্বীপ। বাংলাদেশ খেলবে ‘এ’-গ্রুপে। প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও মালদ্বীপ। বাংলাদেশের কিশোরদের প্রথম ম্যাচ শনিবার। লড়বে নেপালের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ  ২৯ অক্টোবর মালদ্বীপের সঙ্গে।

১ নভেম্বর টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। ফাইনাল হবে ৩ নভেম্বর।

প্রথম দুই আসরে বাংলাদেশের কিশোরদের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। এবার সেভাবে প্রস্তুতি না হওয়ায় কতদূর যাবে বলা মুশকিল। তবে কোচ মোস্তফা আনোয়ার পারভেজ ঢাকা ছাড়ার আগে বলে গেছেন প্রথম লক্ষ্য তার সেমিফাইনাল। মালদ্বীপ জাতীয় দল যতই শক্তিশালী হোক না কেন বয়সভিত্তিক টুর্নামেন্টে জ্বলে উঠতে পারে না। তাই গ্রুপ পর্বে ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় আশা করা যায়।  নেপাল ও বাংলাদেশেরই শেষ চারে খেলার সম্ভাবনা বেশি। কথা উঠেছে এত বড় বহর গেলেও দলের সঙ্গে ফিজিও পাঠানো হয়নি। যদি ফুটবলাররা ইনজুরিতে পড়ে তাহলে তাদের দেখবে  কে?

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর