শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাংলাওয়াশ এবং এক্সপেরিমেন্ট!

মেজবাহ্-উল-হক, চট্টগ্রাম থেকে

বাংলাওয়াশ এবং এক্সপেরিমেন্ট!

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে আজ। গতকাল অনুশীলনে বোলিং কোচ ওয়ালশের কাছ থেকে বোলিংটা ঝালিয়ে নিলেন সৌম্য সরকার —সৌজন্য

টিম হোটেলে কাল মাশরাফি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছিলেন একাদশের বাইরে থাকা পাঁচ ক্রিকেটার—সৌম্য সরকার, রুবেল হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনি।

আগের ম্যাচে সিরিজ নিশ্চিত হওয়ায় জিম্বাবুয়ের বিরুদ্ধে আজ এক্সপেরিমেন্ট চালানোর দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ। দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হবে বলে একাদশের বাইরের পাঁচ ক্রিকেটারকে প্রস্তুত রাখা হয়েছে। শুধু এক্সপেরিমেন্ট নয়, মাশরাফিদের প্রধান টার্গেট আজ জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করা। একাদশে আজ কয়টি পরিবর্তন দেখা যাবে, কাকে কাকে বিশ্রাম দেওয়া হবে কিংবা নতুন কে কে সুযোগ পাচ্ছেন তা নিয়ে গতকাল রাতেও কোনো সিদ্ধান্ত হয়নি বিসিবি সূত্রে জানা গেছে। একাদশ গঠনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকেন সাধারণত অধিনায়ক, কোচ, নির্বাচক, ম্যানেজার তথা টিম ম্যানেজমেন্ট। আগামী বিশ্বকাপ দলের কথা মাথায় রেখেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে স্বয়ং টাইগার ক্যাপ্টেন মাশরাফি মনে করেন, দল নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট চালানোর সুযোগ নেই। দেশসেরা ওপেনার তামিম ইকবাল না থাকার পরও শেষ তিন ওয়ানডেতে অসাধারণ খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন লিটন। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে আরেক ওপেনার ইমরুল খেলেছেন ১৪৪ রানের অনবদ্য এক ইনিংস। শেষ ম্যাচে দুই ওপেনারের জুটিতে এসেছিল ১৪৮ রান। যদিও দুজনের সেঞ্চুরির সুযোগ ছিল। অযথাই ভুল শট খেলতে গিয়ে লিটন ৮৩ রানে এবং ৯০ রানে আউট হয়েছেন ইমরুল। দুই জনের সেঞ্চুরি মিস হওয়ায় ব্যথিত মাশরাফি, ‘সব ভালোর ভিতরে খারাপ থাকে।  আবার খারাপের ভিতরেও ভালো থাকে। আসলে এ ধরনের সুযোগ তো সব দিন আসে না। তাই সুযোগগুলো অবশ্যই কাজে লাগানো উচিত। লিটন এবং ইমরুল দুজনই বুঝতে পেরেছে। ওদেরও খারাপ লেগেছে।’

তবে দুই ওপেনার একসঙ্গে পারফর্ম করায় দারুণ খুশিও হয়েছেন মাশরাফি। তামিমের যোগ্য সঙ্গী পাওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে এবার একসঙ্গে দুইজনকে পাওয়া গেছে। এখন উল্টো তৈরি হয়েছে মধুর সমস্যা- ড্যাসিং ওপেনার ফিরলে কাকে রেখে কাকে বসিয়ে রাখতে হবে?

মাশরাফি মনে করেন বিশ্বকাপের আগে দলের প্রতিটি পজিশন নিয়েই এমন মধুর প্রতিদ্বন্দ্ব্বী থাকুক। এভাবেই তো একদিন বিশ্বসেরা দলে পরিণত হওয়া সম্ভব।

বাংলাদেশ দলে খুবই দরকার ছিল একজন ভালো মানের পেস বোলিং অলরাউন্ডারের। জিম্বাবুয়ে সিরিজে সেই জায়গাতেও আশার আলো দেখাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথম ম্যাচে বিপদের সময় বাইশগজে ব্যাট হাতে নেমে করেছেন মহামূল্যবান এক হাফ সেঞ্চুরি। আর পরের ম্যাচে তো কেবলমাত্র বোলিং দিয়েই ম্যাচসেরা পুরস্কার জিতেছেন। তাই সাইফুদ্দিনকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত মাশরাফি, ‘সাইফুদ্দিন সাত-আটে যদি এভাবে ব্যাটিং করে, ইংল্যান্ডে কখনো কখনো ম্যাচ খেলতে হতে পারে চার পেস বোলার নিয়ে। সেক্ষেত্রে সাইফুদ্দিন যদি সাতে এভাবে ব্যাটিং করতে পারে তাহলে সেটা আমাদের জন্য অনেক ইতিবাচক ব্যাপার।’ বিশ্বকাপ দলের কথা চিন্তা করেই জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে সৌম্য সরকার। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। ব্যাট হাতে যেমন রানের ফোয়ারা ফোটাচ্ছেন তেমনি বল হাতেও দুর্দান্ত। জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে তার অপরাজিত সেঞ্চুরি আছে। তার আগে ঘরোয়া লিগের ম্যাচে তিনি বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন। তা ছাড়া সৌম্যর বড় প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাটিং অর্ডারে সে ওপেনও করতে পারে, আবার সাত নম্বর পজিশনেও ব্যাট করতে পারেন। সৌম্য সম্পর্কে টাইগার ক্যাপ্টেনের ভাষ্য, ‘দেখুন সৌম্য দুই জায়গাতেই খেলেছে এবং আমারও সমস্যা নেই তার এই দুই জায়গা নিয়ে। সৌম্য যদি ফর্মে থাকে এবং সবকিছু ঠিক থাকে সে ওপেনারেরও ব্যাকআপ হতে পারে আবার সাত নাম্বারেরও ব্যাকআপ হতে পারে। এর একটাই কারণ যে তার বোলিং আছে এবং সে বোলিং ভালো করছে। এটি তার জন্য অনেক বড় একটি সুবিধা। সুতরাং আমার কাছে মনে হয় সে দুটি জায়গারই ব্যাকআপ হতে পারে, তাকে দিয়ে দুটি জায়গার সমাধান পাওয়া যেতে পারে বলে আমি মনে করি।’

সেই এশিয়া কাপ থেকেই দলের সঙ্গে রয়েছেন আরিফুল। কিন্তু এখনো অভিষেক হয়নি। আজ দেখা যেতে পারে। কাল মিডিয়াকে মাশরাফি বলেন, ‘আরিফুলের ম্যাচ খেলাটা আসলে অনেক জরুরি হয়ে গিয়েছে এবং সেভাবে চিন্তা ভাবনা চলছে।’

সাকিব নেই, তামিম নেই। তারপরও সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে প্রতিদ্বন্দ্ব্বিতাই গড়ে তুলতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে। এর পেছনে কারণ একটাই- বাংলাদেশ দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এশিয়া কাপ থেকেই দলে এই হাওয়া লেগেছে। আজকের শেষ ম্যাচেও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে বাংলাদেশ উড়িয়ে দিতে চায় জিম্বাবুয়েকে।

সর্বশেষ খবর