শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মেসি ছাড়াই হাসল বার্সা

ক্রীড়া ডেস্ক

মেসি ছাড়াই হাসল বার্সা

লিওনেল মেসি দর্শকের সারিতে বসে আছেন। ন্যু ক্যাম্পে দর্শক সারিতে লিওনেল মেসির ছেলেও আছে। মাঠে মেসির স্থানে খেলছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা। মেসির অভাব কী পূরণ করতে পারবেন তিনি! দর্শক সারিতে এমন প্রশ্ন সবার মনে। রাফিনহা হতাশ করেননি ভক্তদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে প্রথম গোলটা করেছেন রাফিনহাই। এছাড়াও একটি গোল করেন জর্দি আলবা। ২-০ গোলে কাতালানরা হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে। এই জয়ে বি গ্রুপের শীর্ষস্থানে আরও মজবুত আসন গেড়েছে কাতালানরা। আর একটা পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে ভালভার্দের শিষ্যদের।

লিওনেল মেসি দলে নেই। অন্যদিকে ইন্টার মিলান দিন কয়েক আগেই জিতেছে মিলান ডার্বি। এই অবস্থায় বার্সেলোনাভক্তরা কিছুটা শঙ্কার মধ্যেই ছিল। তবে এল ক্ল্যাসিকোর আগে কোনো দুর্ঘটনা ঘটেনি। বার্সেলোনা জয় নিয়েই মাঠ ছেড়েছে। বুধবার গভীর রাতে মেসিকে ছাড়াই ম্যাচটা জিতে বার্সেলোনার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। আগেই বার্সা কোচ ভালভার্দে ঘোষণা দিয়েছিলেন, মেসি দলে না থাকায় দলের অনেক সমস্যা হবে ঠিকই। তবে বার্সেলোনায় বিকল্পও আছে। জেরার্ড পিকেও বলেছিলেন, মেসিকে ছাড়াও বার্সেলোনা জিততে পারে। নিজেদের কথাটা রাখল কাতালানরা। ইন্টার মিলানকে হারানোর পর বার্সা কোচ ভালভার্দে বলেছেন, ‘মেসির অনুপস্থিতিতে আমাদেরকে সেরাটা খেলার প্রয়োজন ছিল। এটা আমাদের সবার চিন্তাতেই ছিল।’ মেসি না থাকায় দলের পরিকল্পনা কিছুটা পরিবর্তন করেছেন ভালভার্দে। সুয়ারেজ খেলেছেন মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। তার পাসেই গোল করেছেন রাফিনহা। জর্দি আলবার গোলটিতে এসিস্ট করেছেন আইভান রাকিটিচ।

এদিকে বি গ্রুপের অপর ম্যাচে ডাচ ক্লাব পিএসভি এইনঢোভেনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম। লুজানোর গোলে এগিয়ে গিয়েছিল ডাচরাই। তবে লুকাস মৌরার গোলে সমতায় ফিরে টটেনহ্যাম। এরপর হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংলিশ এই ক্লাবটি। তবে ম্যাচের শেষদিকে লুক ডি জঙের গোল সমতায় ফেরায় এইনঢোভেনকে। টটেনহ্যাম ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে। নকআউট পর্ব নিশ্চিত করতে হলে টটেনহ্যামকে পরের তিন ম্যাচে টানা জিততে হবে। অন্যদিকে আর একটা ম্যাচ জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হতে পারে ইন্টার মিলানের। ইতালিয়ান ক্লাবটি ৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে বি গ্রুপে পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে।

এদিকে এ গ্রুপের ম্যাচে ডর্টমুন্ড ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ডর্টমুন্ড ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো। এই গ্রুপের অপর ম্যাচে মোনাকো ১-১ গোলে ড্র করেছে ক্লাব ব্রুগের সঙ্গে। ডি গ্রুপের ম্যাচে জয় পেয়েছে পোর্তো। তারা ৩-১ গোলে হারিয়েছে লুকোমোটিভ মস্কোকে। এই গ্রুপের অপর ম্যাচে গোল শূন্য ড্র করেছে গ্যালাটাসারি-শালকে। ডি গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোর্তো। শালকে ৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

ফলাফল

বার্সেলোনা ২-০ ইন্টার মিলান

লিভারপুল ৪-০ রেড স্টার বেলগ্রেড

পিএসজি ২-২ নেপোলি

ডর্টমুন্ড ৪-০ অ্যাটলেটিকো

এইনঢোভেন ২-২ টটেনহ্যাম

ক্লাব ব্রুগ ১-১ মোনাকো

লুকোমোটিভ মস্কো ১-৩ পোর্তো

গ্যালাটাসারি ০-০ শালকে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর