রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

মালদ্বীপকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

গোলের পর বাংলাদেশের কিশোর ফুটবলারদের উল্লাস। মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে সেমিতে জায়গা করে নিয়েছে যুবারা

পুরুষ বা মহিলা হোক বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ যে এগিয়েছে এটা বুঝি তারই প্রমাণ। কোনো না কোনো দিক দিয়ে সুখবর আসছেই। কেউ হারলে জিতে অন্যরা। এএফসি অনুর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে হারছে মেয়েরা। এদিকে দুর্দান্ত জয় পেল অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা। গতকাল সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে বিধ্বস্ত করে  সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের ফরোয়ার্ড নিসাত জামান উচ্ছ্বাসের হ্যাটট্রিকে বড় জয় পায় বাংলাদেশ। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল লাল-সবুজের জার্সিধারীরা। প্রথম ম্যাচে মালদ্বীপ ৪-০ গোলে হেরেছিল নেপালের কাছে। মালদ্বীপ টানা দুই ম্যাচ হারায় বাংলাদেশের সঙ্গে নেপালও উঠে গেল সেমিফাইনালে। সোমবার একই মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। এই ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। গতকাল ম্যাচের শুরু থেকেই একচেটিয়া প্রাধান্য ছিল বাংলাদেশের কিশোরদের। একের পর এক আক্রমণ করে ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশের কিশোররা। ১১, ২০ ও ২৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন নিসাত জামান উচ্ছ্বাস। বিরতির ঠিক পূর্ব মুহূর্তে ব্যবধান ৪-০ করেন অধিনায়ক মেহেদী হাসান। এই ব্যবধান নিয়েই বিরতিতে যান মেহেদী হাসানরা। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর দুই মিনিটের মধ্যে আরও দুটি গোল করে বাংলাদেশ। ৪৬তম মিনিটে নিজের চতুর্থ গোল করেন উচ্ছ্বাস। এক মিনিট পরই গোল করেন রাসেল আহমেদ। ৬৬তম মিনিটে এ ফরোয়ার্ড আরও একটি গোল করেন। দলের জয় তখন নিশ্চিত। কিন্তু গোল ক্ষুধা তখনো মেটেনি লাল-সবুজের জার্সিধারীদের। ৮০তম মিনিটে বদলি মিডফিল্ডার আশিকুর রহমান ব্যবধান ৮-০ করেন। যোগ করা সময়ের শেষ মিনিটে তৌহিদুল আলম হৃদয় ম্যাচের ৯ম গোলটি করেন। এদিকে বি গ্রুপে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শনিবার তারা ৪-০ গোলে হারিয়েছে ভুটানকে। প্রথম ম্যাচে পাকিস্তান ২-১ গোলে হারিয়েছিল ভারতকে।

সর্বশেষ খবর