রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বৃথা গেল কোহলির সেঞ্চুরির হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভারত জয় পেয়েছিল। টানা দ্বিতীয়টিতে তিনি সেঞ্চুরি পেলেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টাই করে ভারত। গতকাল সেঞ্চুরির হ্যাটট্রিক পূরণ করেও দলকে জেতাতে পারেননি অধিনায়ক কোহলি। ক্যারিবিয়ানদের কাছে ৪৩ রানে হেরে গেছে ভারত। পাঁচ ওয়ানডে সিরিজে ফল এখন ১-১। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। অল্প রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান চন্দরপল হেমরাজ, কিরন পাওয়েল ও স্যামুয়েলস। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়েন হোম ও হেটমার। দলীয় ১১১ রানের মাথায় ৩৭ রানে ফেরেন হেটমার। পাওয়েলও ফিরে যান। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসায় পড়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। হোপ ৯৫ রানে আউট হন।

২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত ২৪০ রানে অলআউট হয়ে যায়। কোহলি যতক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিল ভারত জিতে যাবে। ৪২তম ওভারে স্যামুয়েলসের বলে ১০৭ রানে তিনি বোল্ড হন। এটি ছিল তার ক্যারিয়ারে ৩৮তম সেঞ্চুরি। কোহলির বিদায়ে ভারতের ব্যাটিং লাইনে ধস নামে।

সর্বশেষ খবর