বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আমিরাতে খেলছেন সাকিব!

ক্রীড়া প্রতিবেদক

আমিরাতে খেলছেন সাকিব!

অনাপত্তিপত্র পেয়ে গেছেন সাকিব আল হাসান। এখন সংযুক্ত আরব আমিরাতে টি-২০ সিরিজে খেলতে আর কোনো বাধা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের।

সাকিবের অনাপত্তিপত্র নিয়ে বেশ নাটকীয় ঘটনাই ঘটে গেল! প্রথমে শোনা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে!  সামনেই বিশ্বকাপ— সে কথা বিবেচনা করেই বিশ্বসেরা অলরাউন্ডারকে এনওসি দিতে চায়নি বোর্ড। জানা গেছে, সেই বিশ্বকাপের কথা চিন্তা করেই নাকি এনওসি দেওয়া হয়েছে! সাকিব এখন ইনজুরিতে। ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হাতে চোট পেয়েছিলেন। তারপর ব্যথানাশক ইনজেকশন নিয়ে বেশ কিছুদিন খেলেছেন। এশিয়া কাপে খেলতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে হাতের অবস্থা ভয়াবহ হওয়ায় দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তার হাতের অবস্থা বেশ খারাপ হওয়ায় দ্রুত রাজধানীর এক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। ছোট একটা অপারেশনও করা হয়েছিল। তারপর চিকিৎসা নিতে অস্ট্রেলিয়ায় যান। পরীক্ষা-নিরীক্ষা করে খারাপ কিছু ধরা না পড়ায় আর অস্ত্রোপচার করতে হয়নি।  সাকিব অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে দেশে ফিরেই জানিয়েছেন, এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন! ইনজুরির কারণে ঘরের মাঠে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না। আশার কথা হচ্ছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাকিব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর